আর্কাইভ থেকে বাংলাদেশ

সাতক্ষীরায় চিকিৎসাধীন আরও ১০ জনের মৃত্যু

সাতক্ষীরায় চিকিৎসাধীন আরও ১০ জনের মৃত্যু

সাতক্ষীরায় ২৪ ঘণ্টায় করোনার উপসর্গ নিয়ে আরও ১০ জনের মৃত্যু হয়েছে।

বুধবার (৭ জুলাই) সকাল ১০টা থেকে বৃহস্পতিবার (৮ জুলাই) সকাল ১০টা পর্যন্ত করোনা উপসর্গ নিয়ে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায়  মারা যান তারা।

এ নিয়ে জেলায় করোনা উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেলেন ৩৯৫ জন। এ ছাড়া আক্রান্ত হয়ে মারা গেছেন ৭৬ জন। এদিকে ২৪ ঘণ্টায় জেলায় ২৮৩ জনের নমুনা পরীক্ষা শেষে ৭৭ জনের শরীরে করোনা পজিটিভ শনাক্ত হয়েছে।

সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটের প্রধান ডা. মানস কুমার মন্ডল জানান, গত ২৪ ঘণ্টায় চিকিৎসাধীন অবস্থায় ১০ জনের মৃত্যু হয়েছে। এ ছাড়া নতুন করে ৭৭ জনের শরীরে করোনা পজিটিভ শনাক্ত হয়েছে। বর্তমানে মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ২৭৬ জন। তাদের মধ্যে করোনা পজিটিভ রয়েছে ২৬ জন। বাকিরা উপসর্গ নিয়ে চিকিৎসাধীন রয়েছেন।

মুক্তা মাহমুদ

এ সম্পর্কিত আরও পড়ুন সাতক্ষীরায় | চিকিৎসাধীন | আরও | ১০ | জনের | মৃত্যু