আর্কাইভ থেকে এশিয়া

উত্তর কোরিয়াকে টিকা দিতে চায় রাশিয়া

উত্তর কোরিয়াকে টিকা দিতে চায় রাশিয়া

উত্তর কোরিয়াকে করোনাভাইরাসের টিকা দেওয়ার প্রস্তাব দিয়েছে রাশিয়া। তবে এ বিষয়ে এখনো কোন সিদ্ধান্ত জানায়নি কিম জং-উন প্রশাসন। কঠোর লকডাউনের কারণে দেশটি চরম দুর্ভিক্ষের মুখোমুখি হতে যাচ্ছে বলে জানা গেছে। এর আগে, বিভিন্ন দেশের সাহায্যের প্রস্তাব প্রত্যাখ্যান করেছে পিয়ংইয়ং।

বৃহস্পতিবার ব্রিটিশ গণমাধ্যম বিবিসি জানিয়েছে, সীমান্ত সম্পূর্ণভাবে বন্ধ করে দিয়েছে উত্তর কোরিয়া। এর ফলে চীনের সঙ্গে দেশটির বাণিজ্য বন্ধ হয়ে গেছে। খাবার, সার ও জ্বালানির জন্য চীনের ওপর নির্ভরশীল কিম জং-উনের দেশ। জাতিসংঘ ফুড ও এগ্রিকালচার অর্গানাইজেশন-এফএও জানিয়েছে, আগামী মাসের প্রথম দিকে উল্লেখযোগ্য পরিমাণ খাদ্য সংকট দেখা দিতে পারে উত্তর কোরিয়ায়।

গেল মাসেই কঠিন পরিস্থিতির জন্য দেশের জনগণকে প্রস্তুত হওয়ার আহ্বান জানিয়েছিলেন কিম জং-উন। উত্তর কোরিয়ার পরিস্থিতিকে উদ্বেগজনক হিসেবে অভিহিত করেন তিনি।

দেশটির ওপর আন্তর্জাতিক বাণিজ্য নিষেধাজ্ঞাগুলো খাদ্য সরবরাহে আরও চাপ সৃষ্টি করেছে বলে মনে করা হচ্ছে।

 

এসএন

এ সম্পর্কিত আরও পড়ুন উত্তর | কোরিয়াকে | টিকা | চায় | রাশিয়া