আর্কাইভ থেকে বাংলাদেশ

মারা গেছেন হিমাচলের ছয় বারের মুখ্যমন্ত্রী বীরভদ্র সিং

মারা গেছেন হিমাচলের ছয় বারের মুখ্যমন্ত্রী বীরভদ্র সিং

মারা গেছেন ভারতের হিমাচল প্রদেশের সাবেক মুখ্যমন্ত্রী বীরভদ্র সিংহ। তার বয়স হয়েছিল ৮৭ বছর। স্থানীয় সময় বৃহস্পতিবার ভোরে শিমলার একটি হাসপাতালে মারা যান কংগ্রেসের সাবেক এই সংসদ সদস্য।

ভারতের আনন্দবাজার পত্রিকা জানিয়েছে, দীর্ঘদিন ধরে অসুস্থ হয়ে ইন্দিরা গান্ধী মেডিকেল কলেজ-আইজিএমসি’এ চিকিৎসাধীন ছিলেন বীরভদ্র।

হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, গেল সোমবার হৃদরোগে আক্রান্ত হয়ে ইন্দিরা গান্ধী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছিলেন সাবেক মুখ্যমন্ত্রী বীরভদ্র সিং। আইজিএমসি-র সিসিইউ-তে চলছিল তার চিকিৎসা। গতকাল বুধবার থেকে তার শ্বাসকষ্টের সমস্যা দেখা দেয়। এরপর বীরভদ্রকে পর্যবেক্ষণে রাখে হাসপাতালের কার্ডিওলজি বিভাগের চিকিৎসকরা। আজ বৃহস্পতিবার ভোররাতে মারা যান তিনি।

চলতি বছরের ১২ এপ্রিল করোনায় আক্রান্ত হয়েছিলেন প্রবীণ এই রাজনীতিক। ৩০ এপ্রিল হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার কয়েক ঘণ্টার মধ্যে আবারো অসুস্থবোধ করেন তিনি। ওই সময় থেকে আইজিএমসিতে চিকিৎসাধীন ছিলেন বীরভদ্র। ১১ জুন আবারো করোনার সংক্রমণ দেখা দেয়। এরপর থেকে একের পর এক শারীরিক সমস্যা দেখা দিয়েছিল তার।

বীরভদ্র হিমাচল প্রদেশের ছয় বার মুখ্যমন্ত্রী ছিলেন। ভারতের প্রবীণ এই রাজনীতিবিদ পাঁচবারের সংসদ সদস্যও ছিলেন।

১৯৮৩-১৯৯০ মেয়াদে প্রথমবার মুখ্যমন্ত্রী হন বীরভদ্র সিং। এরপর ১৯৯৩-১৯৯৮, ২০০৩-২০০৭ ও শেষবার ২০১২-২০১৭ সালে দায়িত্বভার সামলান তিনি।

 

এসএন

এ সম্পর্কিত আরও পড়ুন মারা | গেছেন | হিমাচলের | ছয় | বারের | মুখ্যমন্ত্রী | বীরভদ্র | সিং