আর্কাইভ থেকে দেশজুড়ে

রাজশাহীতে করোনা টেস্ট রিপোর্ট জালিয়াতি চক্রের ৩ সদস্য গ্রেপ্তার

রাজশাহীতে করোনা টেস্ট রিপোর্ট জালিয়াতি চক্রের ৩ সদস্য গ্রেপ্তার

করোনা পরীক্ষার সার্টিফিকেট জালিয়াতি ও প্রতারণা চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। সেই সাথে চক্রটির কাছ থেকে ১০০টি করোনা নমুনার সার্টিফিকেট উদ্ধার করা হয়েছে।

বুধবার সন্ধ্যার দিকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন, রাজশাহী সিভিল সার্জনের অফিস সহায়ক তারেক আহসান (৪১), তার সহযোগী রাজশাহী বক্ষব্যধি হাসপাতালের অ্যাম্বুলেন্স চালক রফিকুল ইসলাম (৪২) ও তার স্ত্রী সামসুন্নাহার শিখা (৩৮)।

বৃহস্পতিবার দুপুরে রাজশাহী মহানগর ডিবি কার্যালয়ে প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানানো হয়েছে।

নগর গোয়েন্দা পুলিশের উপ-পুলিশ কমিশনার আরেফিন জুয়েল জানান, গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশ জানতে একটি চক্র বিদেশগামী মানুষদের করোনা সার্টিফিকেট নিয়ে জিম্মি করে আসছে। চক্রটি বিদেশগামী মানুষদের থেকে ৩ হাজার থেকে ১৫ হাজার পর্যন্ত টাকা হাতিয়ে নিচ্ছে করোনা পরীক্ষা সার্টিফিকেটে নেগেটিভ দেয়ার নামে। চক্রটির মূলহোতা ছিলেন, তারেক আহসান। তার সহযোগি ছিল রফিকুল ইসলাম। এই দুইজন করোনা নমুনা পরীক্ষা করা মানুষগুলোর তালিকা সংগ্রহ করতেন। এরপর টাকার দেন-দরবার করতেন রাকিবের স্ত্রী সামসুন্নাহার শিখা।

তিনি আরও জানান, চক্রটি গত চার মাস থেকে এই প্রতারণা চালিয়ে ২৫ থেকে ৩০ জন বিদেশগামী মানুষের থেকে টাকা হাতিয়ে নিয়েছে।

মুনিয়া

এ সম্পর্কিত আরও পড়ুন রাজশাহীতে | করোনা | টেস্ট | রিপোর্ট | জালিয়াতি | চক্রের | ৩ | সদস্য | গ্রেপ্তার