আর্কাইভ থেকে পর্যটন

বাংলাদেশের যে ৫টি স্থান পর্যটকদের কাছে আর্কষণীয়

বাংলাদেশের যে ৫টি স্থান পর্যটকদের কাছে আর্কষণীয়

আজ বাংলাদেশ সহ নানা দেশে পালিত হচ্ছে বিশ্ব পর্যটন দিবস।

বাংলাদেশের এমন বেশ কয়েকটি স্থান রয়েছে যেস্থানগুলো অনেক পর্যটকদের কাছে পছন্দের জায়গা।

এমন কিছু স্থানের কথা জানিয়েছেন বিবিসি বাংলাকে জানিয়েছেন পাঠকরা। জেনে নিন পছন্দের তালিকায় বেশি স্থান পাওয়া জায়গা গুলোর নাম।

বান্দরবান:

পছন্দের তালিকায় শীর্ষে রয়েছে পার্বত্য-জেলা বান্দরবান। এখানকার বিভিন্ন স্থানের কথা উল্লেখ করেছেন অনেকে।

মিতুল আর হোসাইন নামে একজন লিখেছেন বান্দরবানের নীলগিরি তার প্রিয় একটি স্থান।

পাহাড়, নদী, ঝর্ণা এবং সবুজ এসব কিছু মিলিয়ে অনেকের প্রিয় পার্বত্য এই জেলা।

আরো দেখতে পারেন: ছবিতে টাঙ্গুয়ার হাওর

বাংলাদেশে আপনাদের পছন্দের স্থানগুলো দেখুন ছবিতে

নাফাখুম ঝর্ণা
ছবির উৎস,মীর সাব্বির
ছবির ক্যাপশান,
নাফাখুম ঝর্ণা। অনেকেই ট্রেকিং করে এখানে যাচ্ছেন।

স্বর্ণমন্দির
ছবির উৎস,বান্দরবান জেলা তথ্য বাতায়ন
ছবির ক্যাপশান,
বান্দরবানের স্বর্ণমন্দির অনেকের পছন্দ।

পর্যটকদের প্রধান আকর্ষণ রয়েছে এখানে অবস্থিত নাফাখুম ঝর্না। জেলার থানচি উপজেলায় অবস্থিত।

এটাকে বাংলাদেশের অন্যতম জলপ্রপাত হিসেবে ধরা হয়। নীলাচল পর্যটন কেন্দ্র রয়েছে একটি।

সেখান সমুদ্রপৃষ্ঠ থে প্রায় দুই হাজার ফুট উঁচুতে উঠলে আপনি মেঘের দেশে চলে যাবেন। আরো রয়েছে বগালেক, স্বর্ণ-মন্দির এছাড়া রয়েছে কেওক্রাডং পর্ব যেটা রুমা উপজেলায় অবস্থিত।

কক্সবাজার:

বিশ্বের সবচেয়ে বড় সমুদ্র সৈকত কক্সবাজার, অনেকের পছন্দের তালিকায় রয়েছে।

এখানে শুধু দেশি পর্যটকরা যান না, বিদেশি পর্যটকদের আনাগোনা চোখে পড়ে। ১১১কি.মি. সমুদ্র সৈকত অনেকের পছন্দ।

এছাড়া এখানকার বিভিন্ন দ্বীপ যেমন মহেশখালী, কুতুবদিয়া, সোনাদিয়া, শাহপরি, সেন্টমার্টিন দ্বীপ ( স্থানীয় অনেকের কাছে নারিকেল জিঞ্জিরা), মাতাবাড়ি, বন,বৌদ্ধমন্দির রয়েছে।

আরো পড়তে পারেন:

বেড়ানোর নতুন জায়গাগুলো কতটা নিরাপদ?

ফেসবুকে গড়ে উঠেছে মেয়েদের ঘুরে বেড়ানোর দল

বিশ্বের সবচেয়ে বড় সমুদ্র সৈকত কক্সবাজার
ছবির উৎস,শাহনাজ পারভীন
ছবির ক্যাপশান,
বিশ্বের সবচেয়ে বড় সমুদ্র সৈকত কক্সবাজার

সিলেট:

সিলেটের কয়েকটি স্থান রয়েছে পছন্দের তালিকায়। সিলেটের জাফলং, বিছানাকান্দি, রাতারগুল এসব স্থানের কথা উল্লেখ করেছেন অনেকেই।

সাথে রয়েছে চা বাগানের ওপর বাড়তি আকর্ষণ। উত্তর-পূর্বের জেলা অনেকগুলো স্থান রয়েছে দেখার মত।

এর খুব কাছেই উত্তরে ভারতের খাসিয়া জৈন্তিয়া পাহাড়। এ জেলায় ছোট বড় মিলিয়ে মোট ৮২টি হাওর-বিল রয়েছে।

টাঙ্গুয়ার হাওর
ছবির উৎস,SHYADUL ISLAM
ছবির ক্যাপশান,
বাংলাদেশের সুনামগঞ্জে প্রায় ১০০ কিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত টাঙ্গুয়ার হাওর, অনেকেই যান এই হাওর ভ্রমণে।

সেন্টমার্টিন:

যারা শুধু সমুদ্রের নীল পানি আর নিরিবিলি সময় কাটাতে চান তাদের কাছে পছন্দের জায়গা সেন্টমার্টিন।

কক্সবাজার জেলার টেকনাফ উপজেলার সর্ব-দক্ষিণে বঙ্গোপসাগরের মাঝে এই দ্বীপের অবস্থান।

বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপ এটি। স্থানীয়ভাবে নারকেল জিঞ্জিরা নামে পরিচিত, অনেকে দারুচিনি দ্বীপ নামেও এক সময় পরিচিত ছিল স্থানটি।

চারিদিকে পানি আর মাঝখানে আট বর্গ কিলোমিটারের এই ছোট দ্বীপটি একদিনেই পায়ে হেঁটে ঘুরে আসা যায়।

বাংলাদেশের সেন্টমার্টিন দ্বীপ
ছবির উৎস,MAJORITY WORLD
ছবির ক্যাপশান,
বাংলাদেশের সেন্টমার্টিন দ্বীপ

রিছাং ঝর্ণা
ছবির উৎস,বিবিসি বাংলা
ছবির ক্যাপশান,
খাগড়াছড়ির রিছাং ঝর্ণা

খাগড়াছড়ি:

বাংলাদেশের পার্বত্য আরেকটি জেলা খাগড়াছড়ি। এই স্থানটি রয়েছে পর্যটকদের পছন্দের তালিকায়।

নদী, পাহাড়, রাবার বাগান, আলুটিলা সুড়ঙ্গ, রিছাং ঝর্ণা দেখতে অনেকেই যান এখানে।

এছাড়া দিনাজপুরের রামসাগর, বরিশালের লাল শাপলার বিল, কুমিল্লা কোটবাড়ি, মহাস্থানগড়, বগুড়া, রাঙ্গামাটি. সুন্দরবনের কথা উল্লেখ করেছেন কেউ কেউ।

এ সম্পর্কিত আরও পড়ুন বাংলাদেশের | ৫টি | স্থান | পর্যটকদের | কাছে | আর্কষণীয়