আর্কাইভ থেকে জাতীয়

আশ্রয়ণ প্রকল্পের অনিয়মে তদন্তে নামছে প্রধানমন্ত্রীর কার্যালয়ের টিম

আশ্রয়ণ প্রকল্পের অনিয়মে তদন্তে নামছে প্রধানমন্ত্রীর কার্যালয়ের টিম

ভূমিহীন ও গৃহহীনদের জন্য প্রধানমন্ত্রীর উপহারের ঘর নির্মাণে অনিয়ম, অবহেলা ও অর্থ আত্মসাতকারীদের ব্যাপারে জিরো টলারেন্স নীতিতে এগোচ্ছে সরকার। 

শুক্রবার অনিয়ম তদন্তে নেমেছে প্রধানমন্ত্রীর কার্যালয়ের কর্মকর্তাদের নিয়ে গঠিত পাঁচটি টিম। 

বিভিন্ন জেলা-উপজেলায় নির্মিত এবং নির্মাণাধীন বাড়িগুলোর নির্মাণশৈলী ও গুণগতমান, অনুমোদিত ডিজাইন ও প্রাক্কলন অনুযায়ী হয়েছে কিনা তা যাচাই করে প্রতিবেদন দিতে নির্দেশনা দেওয়া হয়েছে এসব টিমকে। ঢাকা, রাজশাহী, সিলেট, রংপুর, ময়মনসিংহ বিভাগের বিভিন্ন জেলা-উপজেলায় নির্মিত ঘরগুলো পরিদর্শন করবে তারা। অভিযোগের প্রশান পাওয়ায় এরইমধ্যে পাঁচজন সরকারি কর্মকর্তাকে ওএসডি করা হয়েছে। 

অনিয়মে যাদেরই সংশ্লিষ্টতা পাওয়া যাবে তাদের বিরুদ্ধেই ব্যবস্থা নেয়া হবে বলে জানান প্রধানমন্ত্রীর মূখ্য সচিব আহমেদ কায়কাউস।

এ সম্পর্কিত আরও পড়ুন আশ্রয়ণ | প্রকল্পের | অনিয়মে | তদন্তে | নামছে | প্রধানমন্ত্রীর | কার্যালয়ের | টিম