আর্কাইভ থেকে বাংলাদেশ

হারারেতে তৃতীয় দিনেও ব্যাটসম্যানদের দাপট

হারারেতে তৃতীয় দিনেও ব্যাটসম্যানদের দাপট

তৃতীয় দিনেও চলছে ব্যাটসম্যানদের দাপট। প্রথম ইনিংসে বাংলাদেশের রান পাহাড়ের ভালোই জবাব দিচ্ছে জিম্বাবুয়ে। চা বিরতি পর্যন্ত জিম্বাবুয়ের সংগ্রহ ৫ উইকেটে ২৪৪ রান। ক্রিজে আছেন অভিষিক্ত কাইটানো ৮২ রানে এবং চাকাবা ১০ রানে। বাংলাদেশের হয়ে সাকিব আল হাসান ৭৪ রানে ৩টি উইকেট লাভ করেন।

হারারে স্পোর্টস ক্লাব মাঠে ১ উইকেটে ১১৪ রান দিন শুরু করে স্বাগতিকরা। টাইগার বোলারদের হতাশা বাড়িয়ে দ্বিতীয় উইকেটে শতাধিক রানের জুটি গড়েন কাইটানো ও ব্রেন্ডন টেইলর। দুজনই তুলে নেন ফিফটি।

একাদশ অর্ধশতক তুলে ৮১ রানে মেহেদি মিরাজের শিকার হয়ে ফিরেছেন টেইলর। অভিষেক টেস্টে ফিফটি পেয়েছেন কাইটনো। টেইলরের বিদায়ের পর দ্রুতই ফিরে যান মায়ার্স (২৭), মারুমা (০) এবং রয় কাইয়া (০)।

এর আগে মাহমুদউল্লাহর দেড়শতে প্রথম ইনিংসে ৪৬৮ রানের পুঁজি পেয়েছিলো বাংলাদেশ।

এস 

এ সম্পর্কিত আরও পড়ুন হারারেতে | তৃতীয় | দিনেও | ব্যাটসম্যানদের | দাপট