আর্কাইভ থেকে দক্ষিণ আমেরিকা

প্রযুক্তি জায়ান্টদের নজরদারি বন্ধে বাইডেনের নির্বাহী আদেশে সই

প্রযুক্তি জায়ান্টদের নজরদারি বন্ধে বাইডেনের নির্বাহী আদেশে সই

গ্রাহকদের ওপর প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর নজরদারি এবং অনৈতিক প্রতিযোগিতা বন্ধে নির্বাহী আদেশে সই করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। শুক্রবার এ সংক্রান্ত একটি আদেশে সই করেন তিনি।

মার্কিন গণমাধ্যমগুলো জানায়, এই আদেশের ফলে প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে ৭২ ধরণের পদক্ষেপ নেওয়ার সুযোগ পাবে মার্কিন বাণিজ্য বিভাগ। জনপ্রিয় প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে গ্রাহকদের অতিরিক্ত ব্যক্তিগত তথ্য সংগ্রহ করার অভিযোগ রয়েছে। এছাড়াও এদের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বী প্রতিষ্ঠান কেনা এবং ছোটখাটো কোম্পানিগুলোর সঙ্গে অনৈতিক প্রতিযোগিতায় জড়ানোর অভিযোগও রয়েছে। তাই, প্রযুক্তি খাতে পর্যবেক্ষণ বাড়াবে মার্কিন সরকার।

ফেডারেল ট্রেড কমিশনের নতুন নীতিমালা হবে তথ্য সংগ্রহের জন্য। এছাড়া, অনলাইন বাজারে প্রতিযোগিতা এড়াতেও গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া হবে। নির্বাহী আদেশে স্বাস্থ্য, কৃষি এবং পর্যটন খাতের মানোন্নয়নের তাগিদ দেওয়া হয়েছে।

 

এসএন

 

 

এ সম্পর্কিত আরও পড়ুন প্রযুক্তি | জায়ান্টদের | নজরদারি | বন্ধে | বাইডেনের | নির্বাহী | আদেশে | সই