আর্কাইভ থেকে এশিয়া

বাতাসের মান বাড়াতে রিয়াদে ৭৫ লাখ গাছ লাগানো হবে

বাতাসের মান বাড়াতে রিয়াদে ৭৫ লাখ গাছ লাগানো হবে

আগামী ১০ বছরে রাজধানী রিয়াদে ৭৫ লাখ গাছ লাগাবে সৌদি আরব। এ লক্ষ্যে এক হাজার ১শ’ কোটি মার্কিন ডলারের গ্রীন রিয়াদ প্রকল্প হাতে নিয়েছে দেশটি।

মধ্যপ্রাচ্যভিত্তিক গণমাধ্যম আরব নিউজ জানিয়েছে, ২০৩০ সালের মধ্যে গ্রীন রিয়াদ প্রকল্পের কাজ শেষ হবে। গ্রীন রিয়াদ প্রকল্পের পরিচালক আব্দুল আজিজ আল মুকবিল জানিয়েছেন, বিশেষজ্ঞদের পরামর্শে গাছের প্রজাতি নির্ধারণ করা হয়েছে।

প্রকল্পটির আওতায় রিয়াদজুড়ে তিন হাজার ৩শ’টির বেশি পার্ক ও উদ্যান গড়ে তোলা হচ্ছে। রাজধানীর অবকাঠামো, পানি সরবরাহ ব্যবস্থাপনা ও বৃক্ষরোপণ নিয়ে কাজ করছে গ্রীন রিয়াদ প্রকল্প।

আব্দুল আজিজ আল মুকবিল আরো বলেন, রাজধানীতে বায়ুর মান বাড়াতে এই বিপুল সংখ্যক গাছ লাগানোর প্রকল্প হাতে নেওয়া হয়েছে।

 

এসএন

এ সম্পর্কিত আরও পড়ুন বাতাসের | মান | বাড়াতে | রিয়াদে | ৭৫ | লাখ | গাছ | লাগানো | হবে