আর্কাইভ থেকে বাংলাদেশ

২৮১ জন নিয়োগ দেবে কারিগরি শিক্ষা অধিদপ্তর

২৮১ জন নিয়োগ দেবে কারিগরি শিক্ষা অধিদপ্তর

২৪ পদে মোট ২৮১ জনকে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে কারিগরি শিক্ষা অধিদপ্তর। অধিদপ্তরের অধীনে বিভিন্ন প্রতিষ্ঠানের স্থায়ী শূন্য পদে এসব জনবল (নারী ও পুরুষ) নিয়োগ দেয়া হবে। অনলাইনে আবেদন করতে হবে http://dter.teletalk.com.bd ওয়েবসাইট থেকে ৩১ জুলাই বিকেল ৫টার মধ্যে।

পদের নাম, পদসংখ্যা ও যোগ্যতা

১. সাঁটলিপিকার কাম কম্পিউটার অপারেটর (১টি)।

যোগ্যতা : স্নাতক বা সমমানের ডিগ্রি। সাঁটলিপিতে প্রতি মিনিটে শব্দের গতি বাংলা ও ইংরেজিতে যথাক্রমে ৫০ ও ৮০, কম্পিউটার টাইপিংয়ে প্রতি মিনিটে শব্দের গতি বাংলা ও ইংরেজিতে ২৫ ও ৩০।

২. টুলস রুম অ্যাটেনডেন্ট (টিআরএ)-৪টি। যোগ্যতা: সংশ্লিষ্ট ট্রেডে এইচএসসি (ভোকেশনাল) পাস অথবা এসএসসি (ভোকেশনাল) বা দাখিল (ভোকেশনাল)সহ সংশ্লিষ্ট বিষয়ে ২ বছরের অভিজ্ঞতা।

৩. উচ্চমান সহকারী (১০টি), যোগ্যতা: স্নাতক বা সমমানের ডিগ্রি।

৪. ইউডিএ কাম ডাটা প্রসেসর (১টি), যোগ্যতা: স্নাতক বা সমমানের ডিগ্রি।

৫. হিসাবরক্ষক (৭টি), যোগ্যতা: বাণিজ্য বিভাগে স্নাতক বা সমমানের ডিগ্রি।

৬. সাঁটমুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর (৩টি), যোগ্যতা: স্নাতক বা সমমানের ডিগ্রি। সাঁটলিপিতে প্রতি মিনিটে শব্দের গতি বাংলা ও ইংরেজিতে যথাক্রমে ৪৫ ও ৭০, কম্পিউটার টাইপিংয়ে প্রতি মিনিটে শব্দের গতি বাংলা ও ইংরেজিতে যথাক্রমে ২৫ ও ৩০।

৭. লাইব্রেরিয়ান (৮টি), যোগ্যতা: স্নাতক বা সমমানের ডিগ্রিসহ লাইব্রেরি সায়েন্সে ডিপ্লোমা।

৮. ড্রাইভার (হেভি/লাইট)-১০টি। যোগ্যতা: অষ্টম শ্রেণি পাস।

৯. অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক (৩৫টি), যোগ্যতা: এইচএসসি পাস।

১০. এলডিএ কাম ডাটা প্রসেসর (৫টি), যোগ্যতা: এইচএসসি পাস।

১১. হিসাব সহকারী (২২টি), যোগ্যতা: ব্যবসায় শিক্ষায় এইচএসসি পাস।

১২. ক্যাশিয়ার (২টি), যোগ্যতা: ব্যবসায় শিক্ষায় এইচএসসি পাস।

১৩. সহকারী লাইব্রেরিয়ান কাম ক্যাটালগার (৬টি), যোগ্যতা: স্নাতক বা সমমানের ডিগ্রিসহ গ্রন্থাগার বিজ্ঞানে সার্টিফিকেট কোর্স উত্তীর্ণ।

১৪. সহকারী লাইব্রেরিয়ান (২টি), যোগ্যতা: স্নাতক বা সমমানের ডিগ্রিসহ গ্রন্থাগার বিজ্ঞানে সার্টিফিকেট কোর্স উত্তীর্ণ।

১৫. ল্যাবরেটরি সহকারী (বিজ্ঞান)-৯৮টি, যোগ্যতা: এইচএসসি পাস অথবা সংশ্লিষ্ট ট্রেডে এসএসসি (ভোকেশনাল)।

১৬. ল্যাবরেটরি সহকারী (টেক)-২১টি, যোগ্যতা: এইচএসসি পাস অথবা সংশ্লিষ্ট ট্রেডে এসএসসি (ভোকেশনাল)।

১৭. এলডিএ কাম ক্যাশিয়ার (৩টি), যোগ্যতা: ব্যবসায় শিক্ষায় এইচএসসি পাস।

১৮. এলডিএ কাম টাইপিস্ট (২টি), যোগ্যতা: এইচএসসি পাস।

১৯. ল্যাবরেটরি সহকারী (টেক)-১০টি, যোগ্যতা: এইচএসসি পাস অথবা সংশ্লিষ্ট ট্রেডে এসএসসি (ভোকেশনাল)।

২০. ইলেকট্রিশিয়ান কাম পাম্প অপারেটর (১টি), যোগ্যতা: এসএসসি পাস অথবা সংশ্লিষ্ট ট্রেডে এসএসসি (ভোকেশনাল)।

২১. ক্যাশ সরকার (৯টি), যোগ্যতা: এইচএসসি পাস।

২২. ইলেকট্রিশিয়ান (১টি), যোগ্যতা: এসএসসি পাস অথবা সংশ্লিষ্ট ট্রেডে এসএসসি (ভোকেশনাল)।

২৩. স্কিল্ডম্যান (১৪টি), যোগ্যতা: গ্লাস ও সিরামিক ট্রেডে এসএসসি (ভোকেশনাল)।

২৪. অফিস সহায়ক (৬টি), যোগ্যতা: এসএসসি পাস।

আবেদনের প্রক্রিয়াdter.teletalk.com.bd/doc/DTER.pdf অনলাইনে আবেদন করতে পারবেন।
 
আবেদনের শেষ সময়: ৩১ জুলাই বিকেল ৫টা পর্যন্ত।

এস

এ সম্পর্কিত আরও পড়ুন ২৮১ | জন | নিয়োগ | দেবে | কারিগরি | শিক্ষা | অধিদপ্তর