আর্কাইভ থেকে বাংলাদেশ

এবার বার্বির রোল মডেল ওসাকা

এবার বার্বির রোল মডেল ওসাকা

ক্রীড়া জগৎ-এর অনেককেই বিভিন্ন কোম্পানির মডেল হতে দেখা যায়। মেসি, রোনালদো, নেইমার থেকে শুরু করে  সাকিব, মাশরাফি কোহলিরাও বাদ যাননি এর থেকে। সেই ধারাবাকিতায় বাদ যাননি টেনিস তারাকারাও। বিশ্ব বিখ্যাত খেলনা কোম্পানি বার্বির রোল মডেল হলেন জাপানি টেনিস তারকা নাওমি ওসাকা। নাওমির আগেও অনেক অ্যাথলিট বার্বির রোল মডেল হয়েছেন।

নাওমি ওসাকার এই বার্বি পুতুলের মূল্য ধরা হয়েছে ৩০ ডলার। বার্বির অনলাইন ছাড়াও এই পুতুলটি পাওয়া যাচ্ছে অ্যামাজনে। ২০২০ অস্ট্রেলিয়ান ওপেনে ওসাকা যে পোশাক পড়েছিলেন, তার আদলেই তৈরি করা হয়েছে এই রোল মডেল। যেখানে ওসাকার পরনে আছে বিখ্যাত ক্রীড়াসামগ্রী প্রস্তুতকারী প্রতিষ্ঠান নাইকির পোশাক। আর পায়ে নাইকির নীল রঙের টেনিস সু। এ ছাড়া পুতুলটির হাতে আছে ওসাকার ব্যবহৃত ফনিক্সের টেনিস র‌্যাকেট।

জানা যায় এরই মধ্যে ওসাকার এই বার্বির রোল মডেলটি সোল্ড আউট হয়ে গেছে।

২৩ বছর বয়সী ওসাকা ২০১৩ সালে মাত্র ১৫ বছর বয়সে তার টেনিস ক্যারিয়ার শুরু করেন। ব্যক্তিগত কারণে সদ্য সমাপ্ত উইম্বলডন ওপেন থেকে নাম প্রত্যাহার করে নেন তিনি। তবে টোকিও অলিম্পিকে অংশ নেবে বলে নিশ্চিত করেছেন তার এজেন্ট।

২০১৮'তে ইউএস ওপেনে চ্যাম্পিয়ন হয়ে প্রথম কোনো জাপানি হিসেবে গ্র্যান্ড স্ল্যামের শিরোপা জেতেন ওসাকা।

এস

এ সম্পর্কিত আরও পড়ুন এবার | বার্বির | রোল | মডেল | ওসাকা