ভারতের আদানি গ্রুপের বিরুদ্ধে প্রতিবেদন প্রকাশ করে আলোড়ন সৃষ্টি করেছে হিন্ডেনবার্গ রিসার্চ নামে একটি আর্থিক গবেষণা প্রতিষ্ঠান। এর প্রতিষ্ঠাতা নাথান অ্যান্ডারসন এর আগেও উন্মোচন করেন বড় মাপের আর্থিক কেলেঙ্কারির ঘটনা। এতে অস্থিরতা দেখা দিয়েছে আদানি গ্রুপের শেয়ারের দামেও।
২০১৭ সালে একটি ফরেনসিক আর্থিক গবেষণা প্রতিষ্ঠান হিসেবে আত্মপ্রকাশ করে এ প্রতিষ্ঠানটি। ইন্টারন্যাশনাল বিজনেস বিষয়ে স্নাতক নেয়া নাথান অ্যান্ডারসন ফ্যাক্টসেট রিসার্চ সিস্টেমস ইনকর্পোরেটেড নামক একটি কোম্পানিতে তার কর্মজীবন শুরু করেন। এমনকি ইসরাইলে অ্যাম্বুলেন্স চালক হিসেবেও কাজ করেন তিনি।
তবে বছর খানেক আগে মার্কিন ইলেকট্রিক ট্রাক প্রস্তুতকারক নিকোলা করপোরেশনের জালিয়াতি উন্মোচন করে বিশ্বে পরিচিতি পান অ্যান্ডারসন ও তার প্রতিষ্ঠান হিন্ডেনবার্গ।
২০২০ সালের জুন মাসে মার্কিন শেয়ারবাজারে আত্মপ্রকাশ করে নিকোলা। এরপরই হু হু করে বাড়তে থাকে নিকোলার শেয়ারের দর। বিখ্যাত ফোর্ড মোটরকে ছাড়িয়ে কয়েক মাসের মধ্যেই কোম্পানিটির বাজারমূল্য ৩৪ বিলিয়ন ডলারে পৌঁছায়।
তবে নিকোলার উত্থানে গড়বড় আছে বলে দাবি করেন অ্যান্ডারসন। এক ভিডিওতে নিকোলার ইলেক্ট্রিক ট্রাককে উচ্চগতিতে চলতে দেখা যায়। কিন্তু নাথান দাবি করেন, ট্রাকটি আসলে খাড়া পাহাড় থেকে নিচে নেমে আসছিল।
হিন্ডেনবার্গের এ প্রতিবেদন প্রকাশের পর, বিনিয়োগকারীদেরকে ভুয়া তথ্য দেয়ার অভিযোগে নিকোলার প্রতিষ্ঠাতা ট্রেভর মিল্টনকে গত বছর দোষী সাব্যস্ত করে কারাগারে পাঠান মার্কিন আদালত। বর্তমানে কোম্পানিটির মূল্য ৩৪ বিলিয়ন ডলার থেকে নেমে এসেছে মাত্র ১ দশমিক চার বিলিয়ন ডলারে।
সম্প্রতি আদানি গ্রুপের বিরুদ্ধে শেয়ারের দাম বাড়িয়ে দেখানোর অভিযোগ আনা হয় হিন্ডেনবার্গের প্রতিবেদনে। সেখানে বলা হয়, গত তিন বছরে প্রতিষ্ঠানটি ১০০ বিলিয়ন ডলারেরও বেশি আয় করেছে মূলত শেয়ারের মূল্য বাড়িয়ে।