আর্কাইভ থেকে বাংলাদেশ

সীমান্ত বিবাদ নিরসনে উদ্যোগী চীন ও ভারত

সীমান্ত বিবাদ নিরসনে উদ্যোগী চীন ও ভারত

সীমান্ত বিরোধ নিরসনকে অগ্রাধিকার দিতে রাজি হয়েছে চীন ও ভারত। বুধবার তাজিকিস্তানে প্রায় ঘণ্টাব্যাপী বৈঠকে প্রকৃত নিয়ন্ত্রণ রেখা ইস্যুর ওপর গুরুত্বারোপ করেন চীনা পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই এবং ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। বৈঠকের পর এ কথা জানিয়েছে নয়াদিল্লি।

ভারতীয় গণমাধ্যমগুলো জানায়, গতকাল বুধবার আট দেশের আঞ্চলিক জোট সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশন বা এসসিও সম্মেলনের সাইডলাইনে পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে আলোচনা করেন এস জয়শঙ্কর এবং ওয়াং ই। ওই সময় নিয়ন্ত্রণরেখা সংশ্লিষ্ট বিষয়ে আলোচনা করেন তারা।

এক টুইট বার্তায় ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর জানিয়েছেন, দুই দেশের সম্পর্কে প্রভাব ফেলেছে সীমান্ত বিরোধ। দুই দেশের বন্ধন জোরদারে সীমান্ত এলাকায় শান্তি ও স্থিতিশীলতা পুরোপুরি পুনর্বহাল এবং বজায় রাখা জরুরি।

ভারত সরকার মনে করে, সীমান্তে অস্থিতিশীলতা কারো জন্যই সুখকর নয়। বর্তমান টানাপোড়েন দৃশ্যত নেতিবাচক প্রভাব ফেলছে দিল্লি-বেইজিং সম্পর্কে।

সংকট নিরসনে ঊর্ধ্বতন সেনা কমান্ডারদের বৈঠক ডাকতে সম্মত হয়েছে দুই দেশই। নয় মাসের উত্তেজনা শেষে চলতি বছরের ফেব্রুয়ারিতে প্যাংগং লেকের উত্তর ও দক্ষিণ তীর থেকে সেনা সরিয়ে নিতে রাজি হয় চীন ও ভারত। তবে সম্মতি পালন নিয়ে দুই দেশেরই ভিন্ন মনোভাব রয়েছে।

 

এসএন

এ সম্পর্কিত আরও পড়ুন সীমান্ত | বিবাদ | নিরসনে | উদ্যোগী | চীন | ও | ভারত