আর্কাইভ থেকে দেশজুড়ে

শিমুলিয়া ঘাটে স্পিডবোট চলাচল বন্ধ

শিমুলিয়া ঘাটে স্পিডবোট চলাচল বন্ধ

শিমুলিয়া-বাংলাবাজার নৌ-রুটের শিমুলিয়া ঘাটে ফেরি ও লঞ্চ চলাচল স্বাভাবিক হলেও বন্ধ আছে স্পিডবোট চলাচল।

বৃহস্পতিবার (১৫ জুলাই) সকাল থেকে মুন্সিগঞ্জের শিমুলিয়া ঘাটে ঘরমুখো মানুষ ও যানবাহনের ঢল নেমেছে।

অতিরিক্ত চাপের কারণে ঘাটে পণ্যবাহী ট্রাক এবং ব্যক্তিগত ও গণপরিবহনে আসা যাত্রীদের অপেক্ষা করতে হচ্ছে ঘন্টার পর ঘন্টা। তবে লঞ্চ চলাচল শুরু হওয়ায় ফেরিতে যাত্রী চাপ কিছুটা কম।

বিআইডাব্লিউটিএর শিমুলিয়া নদী বন্দরের কর্মকর্তা শাহাদাত হোসেন জানান, বিআইডব্লিউটিএ এর রুট পারমিট, সার্ভে ও ড্রাইভিং লাইসেন্স পাওয়ার পরই চলাচল করতে পারবে স্পিডবোট।

তিনি আরও জানান, নৌরুটে বর্তমানে ১০ টি ফেরি চলাচল করছে। এছাড়া ৭৮টি লঞ্চ দিয়ে যাত্রী পারাপার করা হচ্ছে। লঞ্চ চালু হওয়ায় ফেরিতে যাত্রী চাপ কমেছে। তবে যাত্রীদের প্রচুর চাপ রয়েছে। তাদেরকে স্বাস্থ্যবিধি মেনে লঞ্চে ওঠার ব্যপারে উৎসাহিত করা হচ্ছে।

মুনিয়া

এ সম্পর্কিত আরও পড়ুন শিমুলিয়া | ঘাটে | স্পিডবোট | চলাচল | বন্ধ