আর্কাইভ থেকে করোনা ভাইরাস

মহামারিতে রুটিন টিকা দিতে পারেনি দুই কোটি ৩০ লাখ শিশু

মহামারিতে রুটিন টিকা দিতে পারেনি দুই কোটি ৩০ লাখ শিশু

করোনা মহামারির কারণে নিয়মিত টিকা থেকে বঞ্চিত হচ্ছে বিশ্বের লাখ লাখ শিশু। গেল বছর দুই কোটি ৩০ লাখ শিশু তাদের নিয়মিত টিকা দিতে পারেনি বলে জানিয়েছে জাতিসংঘ।

জাতিসংঘের শিশু বিষয়ক সংস্থা ইউনিসেফ সতর্ক করে দিয়ে জানিয়েছে, করোনাভাইরাসের কারণে হাম, ডিপথেরিয়া, পোলিওসহ বিভিন্ন রোগের টিকাদান কার্যক্রম ব্যাহত হচ্ছে। আর এ কারণে লাখ লাখ শিশুর জীবন ঝুঁকিতে পড়েছে।

সংস্থাটি বলছে, এক থেকে পাঁচ বছর বয়সী এতো বেশি শিশু রুটিন টিকা না দিতে পারায় ভবিষ্যতে হামের মতো সংক্রমক রোগ আশঙ্কাজনক ভাবে বেড়ে যেতে পারে। বিশেষ করে আফ্রিকা ও এশিয়ার দেশগুলো। সেখানে স্বাস্থ্য ব্যবস্থা দুর্বল। ভবিষ্যতে পোলিও আক্রান্তের সংখ্যাও বাড়তে পারে বলে সতর্ক করেছে সংস্থাটি।

জাতিসংঘের হিসেবে, ২০২০ সালে ভারত ও নাইজেরিয়ার নেতৃত্বে ১০টি দেশে দুই কোটি ২৭ লাখ শিশুকে ডিপথেরিয়া, ডিটিপি, টিটেনাসের রুটিন ভ্যাকসিন দেওয়া হয়নি। আগের বছর থেকে এ সংখ্যা ৩৭ লাখ বেশি। এছাড়াও গেল বছর হামের টিকা দেওয়া হয়নি দুই কোটি ২৩ লাখ শিশুকে।

এর আগে কখনো এত শিশু নিয়মিত টিকা থেকে বঞ্চিত হয়নি। এ সংখ্যা আশঙ্কাজনক বলছে ইউনিসেফ। মহামাররি কারণে অন্তত ৬৬টি দেশ টিকা কার্যক্রম প্রচার স্থগিত রেখেছে। ভবিষ্যতে এসব শিশু নানা রোগে আক্রান্ত হতে পারে বলে সতর্ক করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

জানা গেছে, ২০১০ থেকে ২০১৮ সাল পর্যন্ত অন্তত ১৮ কোটি ২০ লাখ শিশু জন্মের পর প্রথম টিকা নেয়নি। প্রতি বছর দুই কোটির বেশি শিশু টিকা নেওয়া থেকে বিরত থাকছে।

ইউনিসেফ জানায়, যেসব শিশু বর্তমানে টিকা নিচ্ছে না তারা সারাটা জীবন ঝুঁকিতে পড়ে যাচ্ছে। হাম বা পোলিওর চেয়ে করোনাভাইরাস শক্তিশালী নয়। কিন্তু করোনার জেরে শিশুদের টিকা দেওয়া থেকে বিরত থাকার ঘটনা ঘটছে।

 

এসএন

এ সম্পর্কিত আরও পড়ুন মহামারিতে | রুটিন | টিকা | পারেনি | দুই | কোটি | ৩০ | লাখ | শিশু