আর্কাইভ থেকে দেশজুড়ে

২২ দিন পর বরিশাল নদী বন্দর থেকে লঞ্চ চলাচল শুরু

২২ দিন পর বরিশাল নদী বন্দর থেকে লঞ্চ চলাচল শুরু

লকডাউন শিথিল করার পর আজ সকাল থেকে বরিশালের অভ্যন্তরীণ সকল রুটে লঞ্চ চলাচল শুরু করেছে। আর সন্ধ্যার পর বরিশাল থেকে ঢাকা দূরপাল্লা রুটের লঞ্চ চলাচল শুরু হবে।

বৃহস্পতিবার সকাল থেকে বরিশালের অভ্যন্তরীণ রুটে লঞ্চ চলাচল শুরু করেছে। এতে বরিশাল নদী বন্দরে কর্মচাঞ্চল্য ফিরে এসেছে। তবে যাত্রী সংখ্যা কম থাকায় নিরাপদ দূরত্ব বজায় রেখেই যাত্রীরা চলাচল করছেন। সেক্ষেতে স্বাস্থ্যবিধি মানার জন্য মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করছে লঞ্চ কর্তৃপক্ষ।

বরিশাল নদী বন্দর কর্মকর্তা মোঃ মোস্তাফিজুর রহমান জানান, বিআইডব্লিটিএর নির্দেশনায় সরকারি স্বাস্থ্যবিধি মেনে বৃহস্পতিবার বরিশালের অভ্যন্তরীণ রুটের লঞ্চ চলাচল শুরু করেছে। তাই বরিশাল বিআইডব্লিটিএর পক্ষ থেকে সরকারি বিধিনিষেধ মানার ক্ষেত্রে তদারকি করা হচ্ছে। পাশাপাশি লঞ্চে যাতে স্বাস্থ্যবিধি  উপেক্ষিত না হয় সেদিকে খেয়াল রাখা হচ্ছে।

মুনিয়া

এ সম্পর্কিত আরও পড়ুন ২২ | দিন | বরিশাল | নদী | বন্দর | লঞ্চ | চলাচল | শুরু