আর্কাইভ থেকে আন্তর্জাতিক

আবারও মুম্বাইয়ে হাই অ্যালার্ট জারি

আবারও মুম্বাইয়ে হাই অ্যালার্ট জারি
ভারতের মুম্বাইয়ে আবারও জঙ্গি হামলার হুমকি দেয়া হয়েছে। সম্প্রতি একটি ই-মেইলের বরাত দিয়ে এ শঙ্কার কথা জানিয়েছে ভারতীয় গোয়েন্দা সংস্থা এনআইএ। এরপরই মুম্বাইসহ মহারাষ্ট্রের একাধিক শহরে হাই অ্যালার্ট জারি করা হয়েছে। শুক্রবার (৩ ফেব্রুয়ারি) ভারতীয় বেশ কিছু সংবাদমাধ্যমের তথ্যমতে, সম্প্রতি নিজেকে তালেবান ঘনিষ্ঠ পরিচয় দিয়ে মুম্বাইয়ে হামলার হুমকি দিয়েছে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তি। এরপরই মুম্বাইসহ মহারাষ্ট্রের একাধিক শহরে জারি করা হয়েছে হাই অ্যালার্ট। পুলিশ জানিয়েছে, ইমেইল প্রেরকের আইপি ঠিকানা খতিয়ে দেখছে সাইবার সেল। তবে, ধারণা করা হচ্ছে আতঙ্ক সৃষ্টির জন্য কেউ ইচ্ছাকৃতভাবে এ মেইল পাঠিয়েছে। এর আগে, বেশ কয়েকবার মুম্বাইয়ে বোমা হামলার হুমকি এসেছিল। গেলো বছর অক্টোবরেও বিভিন্ন ফোনে মুম্বাইয়ে হামলার হুমকি আসে। ওই ফোনে বলা হয় মুম্বাইয়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়াগায় বোমা রাখা রয়েছে। এর মধ্যে ইনফিনিটি মল, পিভিআর মাল্টিপ্লেক্স, সাহারা হোটেলে বোমা লুকানো রয়েছে। প্রসঙ্গত, ২০০৮ সালে মুম্বাইয়ের তাজ হোটেল, সিএসটি স্টেশন, কামা হাসপাতাল, লিওপোল্ড কাফেসহ একাধিক জায়গায় জঙ্গি হামলার ঘটনা ঘটে। ওই হামলায় ১৬৬ জনের মৃত্যু হয়েছিল। সূত্র : এনডিটিভি, আনন্দবাজার পত্রিকা, জি নিউজ  

এ সম্পর্কিত আরও পড়ুন আবারও | মুম্বাইয়ে | হাই | অ্যালার্ট | জারি