আর্কাইভ থেকে বাংলাদেশ

শুক্রবার টোকিওর উদ্দেশে দেশ ছাড়বেন রোমান-বাকি-দিয়া

শুক্রবার টোকিওর উদ্দেশে দেশ ছাড়বেন রোমান-বাকি-দিয়া

দরজায় কড়া নাড়ছে 'দ্যা গ্রেটেস্ট শো অন আর্থ' খ্যাত অলিম্পিক। মহামারিতে বারবার পেছালেও অবশেষে শেষ হতে যাচ্ছে অপেক্ষার পালা। সেই সাথে অপেক্ষার পালা শেষ হতে যাচ্ছে অলিম্পিকে সুযোগ পাওয়া দেশের অ্যাথলেটদেরও। 

আগামীকাল (শুক্রবার) প্রথম দফায় টোকিওর উদ্দেশ্যে উড়াল দিতে যাচ্ছেন তিন অ্যাথলেট।

শুক্রবার টোকিওর উদ্দেশে ঢাকা ছাড়বেন বাংলাদেশের তিন অ্যাথলেট আব্দুল্লাহ হেল বাকী, রোমান সানা ও দিয়া সিদ্দিকী। এছাড়া ফ্রান্স থেকে ১৯ জুলাই রওনা হবেন সাঁতারু আরিফুল ইসলাম। উদ্বোধনী অনুষ্ঠানে তার হাতেই থাকবে লাল-সবুজ পতাকা। 

আর অ্যাথলেট জহির রায়হান যাবেন আগামী ২৫ জুলাই। তারই ৪০০ মিটার, বাংলাদেশের সবশেষ ইভেন্ট। যা হবে ১ আগস্ট। আর ইংল্যান্ড প্রবাসী জুনাইনা আহমেদ সেখান থেকেই উড়াল দিবেন টোকিওর উদ্দেশ্যে। 
 
আর্চারি, সাঁতার, অ্যাথলেটিক্স এবং শুটিং এই চারটি শাখায় এবার ৬ বাংলাদেশি অ্যাথলেট এই আয়োজনে অংশ নিচ্ছেন। ৬ অ্যাথলেটসহ ১৮ সদস্যের দল এবার প্রতিনিধিত্ব করবেন লাল-সবুজের। 

এস

এ সম্পর্কিত আরও পড়ুন শুক্রবার | টোকিওর | উদ্দেশে | দেশ | ছাড়বেন | রোমানবাকিদিয়া