আর্কাইভ থেকে ক্রিকেট

পাকিস্তানে নয়, কোথায় হতে যাচ্ছে এশিয়া কাপ!

পাকিস্তানে নয়, কোথায় হতে যাচ্ছে এশিয়া কাপ!
এবারের এশিয়া কাপ ক্রিকেট টুর্নামেন্টের আসর বসার কথা পাকিস্তানে। কিন্তু পাকিস্তানে টুর্নামেন্ট আয়োজন নিয়ে আপত্তি জানায় ভারত। যার ফলে পরিবর্তন আসতে যাচ্ছে আসন্ন এশিয়ান শ্রেষ্ঠত্বের ভেন্যু। নিরাপত্তার কারণে পাকিস্তানে দীর্ঘদিন আন্তর্জাতিক ক্রিকেট অনুষ্ঠিত হয়নি । সে সময় আরব আমিরাতের মাঠকে নিজেদের মাঠ বানিয়েছিল পাকিস্তান। জাতীয় নির্বাচন ও মহামারী করোনার প্রাদুর্ভাবের জন্য আইপিএল ও টি-টোয়েন্টি বিশ্বকাপ মরুর দেশটিতে আয়োজন করেছিল ভারতও। সবশেষ শ্রীলঙ্কা অর্থনৈতিক ও রাজনৈতিক সংকটের কারণে বাধ্য হয় আরব আমিরাতে এশিয়া কাপ আয়োজন করতে। এবার ভারতের পাকিস্তানে খেলতে আপত্তি জানানোয় আবারও ১৮তম আসরের লড়াই হতে পারে মধ্যপ্রাচ্যের দেশটিতে। গতকাল রাতে বাহরাইনে এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) সভায় আলোচনা হয়েছে বিষয়টি নিয়ে। এক বিবৃতিতে এসিসি জানিয়েছে, ২০২৩ এশিয়া কাপ নিয়ে গঠনমূলক আলোচনা হয়েছে। সফলভাবে টুর্নামেন্ট আয়োজন করতে সব ব্যাপারে একমত পোষণ করেছে কার্যনির্বাহী বোর্ড। আগামী মার্চে এসিসি কার্যনির্বাহী বোর্ডের পরবর্তী বৈঠকের পর সর্বশেষ সিদ্ধান্ত জানানো হবে।

এ সম্পর্কিত আরও পড়ুন পাকিস্তানে | কোথায় | হতে | যাচ্ছে | এশিয়া | কাপ