আর্কাইভ থেকে দেশজুড়ে

বরিশালে ১৭ টি রুটে বাস চলাচল স্বাভাবিক

বরিশালে ১৭ টি রুটে বাস চলাচল স্বাভাবিক

বরিশাল জেলা বাস, মিনিবাস, কোচ ও মাইক্রোবাস মালিক ও শ্রমিকদের উপর হামলাকারিদের দ্রুত গ্রেপ্তারের আশ্বাসে চার ঘন্টা পর ১৭ টি রুটে বাস চলাচল স্বাভাবিক হয়েছে।

শুক্রবার দুপুর সোয়া ১টায় বরিশাল কেন্দ্রীয় বাস টার্মিনাল নথুল্লাবাদে বাস ধর্মঘট স্থগিতের ঘোষনা দেন বরিশাল জেলা বাস মালিক গ্রুপের যুগ্ম সাধারণ সম্পাদক কিশোর কুমার দে।

তিনি জানান, বৃহস্পতিবার কথিত শ্রমিক নেতা সুলতান মাহামুদ তার লোকজন নিয়ে রুপাতলী বাস টার্মিনাল এলাকায় শ্রমিক ও মালিক নেতাদের উপর হামলা চালালে বেশ কয়েকজন আহত হন। আমরা ওই ঘটনার প্রতিবাদে চার ঘন্টা বাস চলাচল বন্ধ রাখি।

তিনি আরও জানান, প্রশাসনের আশ্বাসে মামলা দায়ের করার পরও পুলিশ কাউকে আটক করেনি। ২৪ ঘন্টার আলটিমেটাম শেষে আজ সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত বরিশাল থেকে সকল রুটের বাস চলাচল বন্ধ রাখা হয়। আজকের মধ্যে সুলতান মাহামুদ ও তার সন্ত্রাসী বাহিনী গ্রেপ্তারে পুলিশের আশ্বাসে ও যাত্রি দুর্ভোগের কথা চিন্তা করে বাস চলাচল স্বাভাবিক করা হয়।

মুনিয়া

এ সম্পর্কিত আরও পড়ুন বরিশালে | ১৭ | টি | রুটে | বাস | চলাচল | স্বাভাবিক