আর্কাইভ থেকে ক্রিকেট

পাকিস্তানে না এলে ভারত জাহান্নামে যাক!

পাকিস্তানে না এলে ভারত জাহান্নামে যাক!
২০২৩ এশিয়া কাপ অনুষ্ঠিত হবার কথা পাকিস্তানে। কিন্তু ভারত কিছুতেই পাকিস্তানে পাঠাবে না দল, পাকিস্তানও কিছুতেই ছাড়তে রাজি নয় আয়োজক হওয়ার অধিকার। পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান নাজাম শেঠি তো দিয়ে রেখেছেন হুমকিই , যদি এশিয়া কাপ খেলতে পাকিস্তানে না আসে ভারত, তাহলে এ বছরের ভারতে অনুষ্ঠেয় ওয়ানডে বিশ্বকাপে খেলবে না পাকিস্তান। এমন উত্তপ্ত পরিস্থিতিতে আগুনে ঘি ঢেলেছেন পাকিস্তানের সাবেক অধিনায়ক ও কিংবদন্তি ক্রিকেটার জাভেদ মিয়াঁদাদ। তিনি বলেছেন, পাকিস্তানে খেলতে না এলে জাহান্নামে যাক ভারত, পাকিস্তানের টিকে থাকার জন্য প্রয়োজন নেই ভারতের। ইউটিউবে পোস্ট করা এক ভিডিওতে বলতে শুনা যায়, ‘ভারত যদি পাকিস্তানে খেলতে না আসে, তারা তাহলে জাহান্নামে যাক। পাকিস্তানের টিকে থাকার জন্য কোনো প্রয়োজন নেই ভারতকে।’ এ ধরনের বিতর্ক নিরসনে আইসিসির ভূমিকাই সবচেয়ে বেশি হতে পারে বলে মনে করেন ১৯৯২ বিশ্বকাপজয়ী পাকিস্তান ক্রিকেট দলের অন্যতম এই সদস্য। ভিডিওতে তিনি আরও বলেন, ‘সব সময়ই আমি বলে এসেছি, ভারত যদি না আসে, করার কিছু নেই তাহলে। আমাদের আমরা খেলা চালিয়ে যাব। এই ব্যাপারগুলো নিয়ন্ত্রণ করা আইসিসির দায়িত্ব। না হলে ক্রিকেটের কোনো নিয়ন্ত্রক সংস্থার কী প্রয়োজন থাকতে পারে। যদি কোনো দল কোথাও খেলতে যেতে না চায়, তাহলে যত শক্তিধর ও ক্ষমতাশালী দেশই সেটি হোক না কেন, আইসিসির উচিত তাদের নিষিদ্ধ করা।’ এখানেই থামেননি জাভেদ মিয়াঁদাদ, তিনি আরও বলেন, পাকিস্তানের মাটিতে হেরে যাওয়ার ভয়েই ভার আসতে চায় না।, ‘তারা কেন পাকিস্তানে আসবে না? তাদের আসা উচিত। আসলে তারা পাকিস্তানের মাটিতে নিজেদের পরিণতি নিয়ে চিন্তিত।’  

এ সম্পর্কিত আরও পড়ুন পাকিস্তানে | এলে | ভারত | জাহান্নামে | যাক