আর্কাইভ থেকে করোনা ভাইরাস

কুষ্টিয়ায় করোনা ও উপসর্গ নিয়ে আরও ২০ জনের মৃত্যু

কুষ্টিয়ায় করোনা ও উপসর্গ নিয়ে আরও ২০ জনের মৃত্যু

২৪ ঘণ্টায় কুষ্টিয়ায় করোনা ও এর উপসর্গ নিয়ে আরও ২০ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে করোনায় ১২ জন ও করোনা উপসর্গ নিয়ে ৮ জন মারা গেছেন। এছাড়াও ২৪ ঘণ্টায় আরও ২০৫ জনের করোনা শনাক্ত হয়েছে। নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার কমে ২০.৭৪ শতাংশ হয়েছে।

শনিবার (১৭ জুলাই) সকাল ৮টা থেকে আজ রোববার (১৮ জুলাই) সকাল ৮টা পর্যন্ত সময়ে এদের মৃত্যু হয়েছে বলে নিশ্চিত করেছে কুষ্টিয়া জেনারেল হাসপাতাল।

গত ৭ দিনেই কুষ্টিয়ায় করোনা আক্রান্ত ৬৬ জনের মৃত্যু হয়েছে এবং ১ হাজার ৬৬২ জন করোনায় আক্রান্ত হয়েছে। এ পর্যন্ত শুধু করোনা আক্রান্ত ৪০৭ জনের মৃত্যু হলো।

কুষ্টিয়া করোনা ডেডিকেডেট জেনারেল হাসপাতালে রোগীর চাপ বেড়েই চলেছে। হাসপাতালটির তত্ত্বাবধায়ক ডা. আব্দুল মোমেন জানান, ২শ’ বেডে করোনা ও এর উপসর্গ নিয়ে ভর্তি আছেন ২৫০ জন। এর মধ্যে করোনা শনাক্ত রোগীই ১৮৩ জন। বাকীরা উপসর্গ নিয়ে ভর্তি আছেন। প্রায় ৭০ শতাংশ রোগীদের অক্সিজেন প্রয়োজন হচ্ছে।

শেখ সোহান

এ সম্পর্কিত আরও পড়ুন কুষ্টিয়ায় | করোনা | ও | উপসর্গ | নিয়ে | আরও | ২০ | জনের | মৃত্যু