আর্কাইভ থেকে দেশজুড়ে

ফুলবাড়ীতে বোরো চাষাবাদ কর্মসুচীর উদ্বোধন

ফুলবাড়ীতে বোরো চাষাবাদ কর্মসুচীর উদ্বোধন
কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে রাইস ট্রান্সপ্লান্টারের সাহায্যে বোরো ধানের চারা রোপনের মাধ্যমে সমলয়ে বোরো চাষাবাদ কর্মসূচীর শুভ উদ্বোধন করা হয়েছে। আজ বুধবার (৮ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২ টায় বিলুপ্ত ছিটমহল দাসিয়ার ছড়ার সমন্বয়টারী গ্রামে ১০০ জন কৃষকের ১৫০ বিঘা জমিতে সমলয়ে বোরো চাষাবাদের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার সুমন দাস। এ সময় উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল লতিফ,সদর ইউপি চেয়ারম্যান হারুন অর রশিদ, উপজেলা কৃষি অফিসার নিলুফা ইয়াসমিন, মহিলা বিষয়ক কর্মকর্তা সোহেলী পারভীন, পল্লী উন্নয়ন কর্মকর্তা উম্মে কুলছুম,মৎস্য কর্মকর্তা রায়হান উদ্দিন সরদার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সবুজ কুমার গুপ্ত, ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ ফজলুর রহমান, উপ-সহকারী কৃষি কর্মকর্তা বৃন্দ, স্থানীয় গন্যমান্য ব্যক্তি এবং সংশ্লিষ্ট কৃষকগণ উপস্থিত ছিলেন। উপজেলা কৃষি কর্মকর্তা নিলুফা ইয়াছমিন জানান, ২০২২-২৩ অর্থ বছরে কৃষি প্রনোদনা কর্মসূচীর আওতায় একর প্রতি ৯০ কেজি ইউরিয়া, ৬০ কেজি ডিএপি, ৫০ কেজি এমওপি সার ও বিনামূল্যে চারা প্রদান করা হয়েছে।

এ সম্পর্কিত আরও পড়ুন ফুলবাড়ীতে | বোরো | চাষাবাদ | কর্মসুচীর | উদ্বোধন