আগামী ২০২৩-২০২৪ অর্থবছরে সুষম ও গণমুখী বাজেট প্রণয়নের লক্ষ্যে প্রাক-বাজেট আলোচনা শুরু করতে যাচ্ছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।
বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারি) এনবিআরের আগারগাঁওয়ের নতুন ভবনে প্রিন্ট ও মিডিয়া মালিক সমিতির সঙ্গে আলোচনার মধ্য দিয়ে এ কার্যক্রম শুরু হতে যাচ্ছে।
পরবর্তী আলোচনা আগামী ১২ ফেব্রুয়ারি গণমাধ্যম ও আর্থিক প্রতিষ্ঠানের সঙ্গে অনুষ্ঠিত হবে। ধারাবাহিক আলোচনা চলবে ২১ মার্চ পর্যন্ত।
এর আগে গেলো ৩০ জানুয়ারি ২০২৩-২০২৪ অর্থবছরের বাজেট অংশগ্রহণমূলক, যৌক্তিক, সুষম ও গণমুখী করতে ব্যবসায়ী সংগঠনগুলোর কাছে বাজেট প্রস্তাবনা চায় এনবিআর।
দেশের সব চেম্বার’স ও অ্যাসোসিয়েশনকে তাদের বাজেট প্রস্তাবনা লিখিত আকারে ৭ ফেব্রুয়ারির মধ্যে ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের (এফবিসিসিআই) কাছে জমা দিতে বলা হয়। একইসঙ্গে একটি সফটকপি ই-মেইলে পাঠাতে বলে এনবিআর।
এ বিষয়ে এনবিআর পরিচালক (জনসংযোগ) সৈয়দ এ মু’মিন গণমাধ্যমকে বলেন, সরকারের রাজস্ব আহরণ বাজেট প্রণয়নে জাতীয় রাজস্ব বোর্ড রাজস্ব নীতিমালা প্রস্তুত করে থাকে। এ লক্ষ্যে একটি অংশগ্রহণমূলক, গণমুখী ও সুষম বাজেট প্রণয়নে বরাবরই সব পর্যায়ের সম্মতির করদাতা বিভিন্ন শিল্প ও বণিক সমিতি, ট্রেড অ্যাসোসিয়েশন, পেশাজীবী সংগঠন, গবেষণা প্রতিষ্ঠান ও দেশের বুদ্ধিজীবী মহলের কাছ থেকে এনবিআরের বাজেট প্রস্তাব আহ্বান করে। ওই প্রস্তাব ও আলোচনায় উপস্থিত প্রস্তাবগুলোর ভিত্তিতে বাজট চূড়ান্ত রূপ পাবে।
এবারে এনবিআরে প্রধান বাজেট সমন্বয়কারী হিসাবে দায়িত্ব পালন করছেন প্রথম সচিব (কর) শেখ মো. মনিরুজ্জামান।