মাসের ৭ থেকে ১৪ তারিখ পর্যন্ত ভ্যালেন্টাইন উইক পালিত হয়। ভ্যালেনটাইনস ডে’র তৃতীয় দিন হল চকোলেট ডে।
শুধু উপহার হিসেবে নয়, চকোলেটের গুণে সম্পর্কও হয়ে ওঠে মিষ্টি। এই দিন উদযাপন করতে পারেন সবার সঙ্গে। আপনার বন্ধু বা পরিবারের সঙ্গেও এই দিন ভাগ করে নিলে মন্দ হয় না। তাই না!
এই দিন পছন্দের মানুষকে চকোলেট তো দেবেনই। তবে চকোলেটের সঙ্গে একটি মিষ্টি শুভেচ্ছাবার্তা দিলে কেমন হয়। তেমনই কয়েকটি শুভেচ্ছাবার্তার হদিশ রইল এবার।
- তোমাকে জানাই চকোলেট ডে-এর মিষ্টি শুভেচ্ছা আর ভালোবাসা। আমাদের সম্পর্ক দিন দিন আরও মিষ্টি হয়ে উঠুক।
- তোমার সঙ্গে এভাবেই সারাজীবন চকোলেট ভাগ করে খেতে চাই। হ্যাপি চকোলেট ডে প্রিয়।
- তুমি আমার জীবনে কতটা স্পেশাল তা মুখে বলে বোঝাতে পারব না। হ্যাপি চকোলেট ডে মাই লাভ।
- চকোলেট ছাড়া যেমন চকোলেট ডে সেলিব্রেট করা যায় না। তেমনই তুমি ছাড়া আমিও অচল। হ্যাপি চকোলেট ডে।
- তোমার জীবনের প্রতিটি দিন হয়ে উঠুক চকোলেটের মতোই মিষ্টি আর সুন্দর। হ্যাপি চকোলেট ডে।