আর্কাইভ থেকে বাংলাদেশ

দেশে খাদ্য সংকট হবে না, কৃষকের লাভ কম হবে : কৃষিমন্ত্রী

দেশে খাদ্য সংকট হবে না, কৃষকের লাভ কম হবে : কৃষিমন্ত্রী
ডিজেল-বিদ্যুতের দাম বাড়ালে আয়ের ওপর একটা বিরূপ প্রভাব পড়বে। তবে খাদ্য সংকট হবে না। কৃষকের লাভ কম হবে, ক্ষতিগ্রস্ত হবে। তার আয়ের ওপর একটা বিরূপ প্রভাব পড়বে। আমরা যদি সারসহ অন্যান্য উপকরণ, বিদ্যুতের দাম বাড়াই। বললেন কৃষিমন্ত্রী মো. আব্দুর রাজ্জাক। বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারি) দুপুরে সচিবালয়ে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন কৃষিমন্ত্রী। তিনি বলেন, ডিজেলের দাম বাড়ানো হয়েছে, দফায় দফায় বিদ্যুতের দাম বাড়ানো হয়েছে। আমাদের সেচ নির্ভর কৃষি ব্যবস্থা, এ ক্ষেত্রে খাদ্য নিরাপত্তায় সংকট হতে পারে কি না এমন প্রশ্নের জবাবে কৃষিমন্ত্রী বলেন, খাদ্য সংকট হবে না। তবে আমি অবশ্যই বলবো, কৃষকের লাভ কম হবে; ক্ষতিগ্রস্ত হবে। তার আয়ের ওপর একটা বিরাপ প্রভাব পড়বে আমরা যদি সারসহ অন্যান্য উপকরণ, বিদ্যুতের দাম বাড়াই। কৃষিমন্ত্রী আরও বলেন, এটা পৃথিবীতে আনইউজুয়াল; একমাত্র প্রধানমন্ত্রী শেখ হাসিনা বারবার বলছেন, যাই হোক-আমাদের যত ক্ষতিই হোক অর্থনীতির অন্যান্য ক্ষেত্রে আমি কোনোক্রমে এমন কিছু করবো না যা কৃষি উৎপাদনের ওপর বিরূপ প্রভাবে ফেলে। প্রধানমন্ত্রী এখনও দৃঢ় হয়ে আছেন। এটা থেকে শেখ হাসিনা সরছেন না। অর্থ এবং অন্যান্য মন্ত্রণালয়, নীতি-নির্ধারণী পর্যায় থেকে অনেক পরামর্শ আছে যে, কিছু কিছু সারের ওপর ভর্তুকি কমিয়ে দেওয়ার। প্রধানমন্ত্রী কিছুতেই সেটা করবেন না। তিনি বলেন, প্রধানমন্ত্রী মানব দরদি। শতকরা ৬০-৭০ ভাগ মানুষ এখনো কৃষির সঙ্গে জড়িত। কৃষি এবং কৃষকের প্রতি শেখ হাসিনা যে দরদের কথা বলি সেটির প্রতিফলন ঘটে।

এ সম্পর্কিত আরও পড়ুন দেশে | খাদ্য | সংকট | হবে | কৃষকের | লাভ | কম | হবে | | কৃষিমন্ত্রী