আর্কাইভ থেকে এশিয়া

পাকিস্তানে বাস-ট্রাক সংঘর্ষে ৩০ জনের মৃত্যু

পাকিস্তানে বাস-ট্রাক সংঘর্ষে ৩০ জনের মৃত্যু

পাকিস্তানের পাঞ্জাবে একটি বাস ও ট্রাকের মধ্যে সংঘর্ষে মারা গেছে অন্তত ৩০ জন। আহত হয়েছে কমপক্ষে আরও ৪০ জন। স্থানীয় সময় সোমবার পাঞ্জাবের দেরা ঘাজি খান এলাকার ইন্দুস হাইওয়েতে এ দুর্ঘটনা ঘটে।

পাকিস্তানের গণমাধ্যম ডন জানায়, পাঞ্জাবের শিয়ালকোট থেকে রাজপুরে যাচ্ছিল বাসটি।

দেরা ঘাজি খানের কমিশনার ইরশাদ আহমেদ বলেন, এ দুর্ঘটনায় নারী, শিশুসহ ৩০ জন মারা গেছে। উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছেছে। দুর্ঘটনায় আহতদের দেরা ঘাজি খানের ডিএইচকিউ টিচিং হাসপাতালে নেওয়া হয়েছে।

পাকিস্তানের এক্সপ্রেস ট্রিবিউনের খবরে বলা হয়েছে, এই বাসে থাকা যাত্রীদের বেশিরভাগই শ্রমিক। ঈদ উদযাপন করতে বাড়ি ফিরছিল তারা।

দুর্ঘটনায় আহতদের হাসপাতালে নেওয়ার পর কর্তৃপক্ষ জানিয়েছে, তাদের মধ্যে চারজনের অবস্থা আশঙ্কাজনক।

এ ঘটনায় শোক প্রকাশ করেছেন পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী শেখ রশিদ। দুর্ঘটনায় মৃতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন তিনি। শোক প্রকাশ করেছেন পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ওসমান বুজদার।

 

এসএন

এ সম্পর্কিত আরও পড়ুন পাকিস্তানে | বাসট্রাক | সংঘর্ষে | ৩০ | জনের | মৃত্যু