আর্কাইভ থেকে বাংলাদেশ

মোস্তাফিজ-সোহানকে নিয়ে ফিল্ডিংয়ে বাংলাদেশ

মোস্তাফিজ-সোহানকে নিয়ে ফিল্ডিংয়ে বাংলাদেশ

স্বাগতিক জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করার লক্ষ্য নিয়ে সিরিজের শেষ ওয়ানডেতে মাঠে বাংলাদেশ। টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক তামিম ইকবাল।

হারারে স্পোর্টস ক্লাব মাঠে দুপুর দেড়টায় শুরু হয়েছে এই খেলা। খেলাটি সরাসরি গাজী টিভিতে সম্প্রচারিত হচ্ছে।  

তিন ম্যাচ সিরিজের শেষ ওয়ান ডেতে টস জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক তামিম ইকবাল। সিরিজের প্রথম দুটি ম্যাচ জিতে বেশ ফুরফুরে মেজাজে রয়েছে তামিম বাহিনী। আজকের ম্যাচ জিতলেই হোয়াইটওয়াশ হবে জিম্বাবুয়ে।

এই ম্যাচ দিয়ে ১৪ বছরের ক্যারিয়ারের দুইশ ওয়ানডের ল্যান্ডমার্কে প্রবেশ করবেন টি-টোয়েন্টি অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ। মুশফিক, মাশরাফী, সাকিব, তামিমের পর পঞ্চম বাংলাদেশি হিসেবে ডাবল সেঞ্চুরি পূর্ণ করতে চলেছেন ক্রাইসিস ম্যান।

এদিকে শেষ ম্যাচে বাংলাদেশ দলে দুইটি পরিবর্তন এসেছে। আঙুলের ইনজুরির কারণে বাদ পড়েছেন তরুণ অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ ও আর বিশ্রামে রাখা হয়েছে পেসার শরিফুল ইসলামকে।

অপরদিকে জিম্বাবুয়েও তাদের একাদশে দুইটি পরিবর্তন করেছে। রায়ান বার্ল ও ডোনাল্ড ট্রিপানোকে জায়গা ছেড়ে দিতে হচ্ছে রিচার্ড এনগারাভা ও তিনাশে কামুনহুকামুয়েকে।

বাংলাদেশ দল
তামিম ইকবাল, লিটন দাস, সাকিব আল হাসান, মোহাম্মদ মিথুন, নুরুল হাসান সোহান, মাহমুদউল্লাহ রিয়াদ, আফিফ হোসাইন, মোসাদ্দেক হোসাইন, মোহাম্মদ সাইফউদ্দিন, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান।

জিম্বাবুয়ে একাদশ
ওয়েসলে মাধভের, তাদিওয়ানাশে মারুমানি, ব্রেন্ডন টেলর, সিকান্দার রাজা, ডিয়ন মায়ার্স, রায়ান বার্ল, রেগিস চাকাভা, লুক জঙ্গি, টেন্ডাই চাতারা, ব্লেসিং মুজুরাবানি এবং ডোনাল্ড ট্রিপানো।

এএ

এ সম্পর্কিত আরও পড়ুন মোস্তাফিজসোহানকে | নিয়ে | ফিল্ডিংয়ে | বাংলাদেশ