আর্কাইভ থেকে এশিয়া

১০১ ঘণ্টা পর তুরস্কে একই পরিবারের ৬ জনকে জীবিত উদ্ধার

১০১ ঘণ্টা পর তুরস্কে একই পরিবারের ৬ জনকে জীবিত উদ্ধার
তুরস্কের দক্ষিণাঞ্চলের ইস্কেন্দেরুনে উদ্ধারকর্মীরা ১০১ ঘণ্টা পর একটি ধসে পড়া ভবন থেকে ছয়জনকে জীবিত উদ্ধার করেছে। আজ শুক্রবার (১০ ফেব্রুয়ারি) তুর্কি উদ্ধারকর্মী মুরাত বেগুলতের বরাতে মার্কিন বার্তা সংস্থা এপি এ তথ্য জানায়। জানা যায়, ধসে পড়া কাঠামোর মধ্যে একটি ছোট পকেটে একসঙ্গে থাকা ছয়জনকে একসাথে উদ্ধার করা হয়েছে। তারা একই পরিবারের সদস্য। তাদের সন্ধান পাওয়ায় অন্য উদ্ধারকর্মীরাও ঘটনাস্থলে ছুটে আসেন। তাদের নেয়া হয়েছে হাসপাতালে। শারীরিক অবস্থা বেশ দুর্বল তাদের। যদিও এ বিষয়ে বিস্তারিত জানায়নি তুর্কি কর্তৃপক্ষ। ভয়াবহ এই ভূমিকম্পের ফলে তুরস্ক ও সিরিয়ায় প্রাণহানি ছাড়িয়েছে সাড়ে ২১ হাজার। তুরস্কের সীমান্তবর্তী দেশ সিরিয়াতেও ধ্বংসস্তূপে উদ্ধারকাজ থেমে নেই। তবে প্রয়োজনীয় সরঞ্জামাদির সংকট ও এলাকাটির রাস্তাঘাট ক্ষতিগ্রস্ত হওয়ায় উদ্ধারকাজ দ্রুত এগিয়ে নেয়া সম্ভব হচ্ছে না। অনেক পুরোনো ভবন ধসে সিরিয়াতেই প্রায় সাড়ে ৩ হাজার লোক মারা গেছেন। হাসপাতালগুলোতে বাড়ছে আহতদের চাপ। তাদের আর্তনাদে ভারী হয়ে উঠেছে হাসপাতালের পরিবেশ।

এ সম্পর্কিত আরও পড়ুন ১০১ | ঘণ্টা | তুরস্কে | একই | পরিবারের | ৬ | জনকে | জীবিত | উদ্ধার