আর্কাইভ থেকে বাংলাদেশ

১৩ বছর বয়সে অলিম্পিকে স্বর্ণ জিতলেন মোমিজি

১৩ বছর বয়সে অলিম্পিকে স্বর্ণ জিতলেন মোমিজি

অলিম্পিকে এই প্রথম স্কেটবোর্ডিং ইভেন্ট যুক্ত হয়েছে। আর প্রথমবারেই এই ইভেন্টে চমকে দেবার মতো ঘটনা ঘটেছে। মাত্র ১৩ বছর বয়সী মোমিজি নিশিয়া স্বর্ণ জিতে টোকিও অলিম্পিকে এই ইভেন্টের শুভ সূচনা করলেন।
 
শুধু তাই নয়, বয়সের হিসেবে অবাক করেছে এই ইভেন্টের রৌপ্য ও ব্রোঞ্জ জয়ীরাও। তিনজনের মধ্যে সর্বোচ্চ বয়স মোমিজির স্বদেশীর। আর রৌপ্য জেতা অ্যাথলেটের বয়সও মোমিজির সমান।

আরিয়াক পার্কে সোমবার স্কেটবোর্ডিংয়ের মেয়েদের স্ট্রিট ফাইনালে ১৫.২৬ পয়েন্ট তুলে সেরা হয়েছেন মোমিজি। ১৪.৬৪ পয়েন্ট নিয়ে রুপা জিতে চমক দেখিয়েছে আরেক ১৩ বছর বয়সী ব্রাজিলের রাইসা লিলে। এছাড়া ব্রোঞ্জ পাওয়া জাপানের ফুনা নাকাইয়ামার বয়স ১৬ বছর।

এস

এ সম্পর্কিত আরও পড়ুন ১৩ | বছর | বয়সে | অলিম্পিকে | স্বর্ণ | জিতলেন | মোমিজি