আর্কাইভ থেকে করোনা ভাইরাস

করোনায় জাবি অধ্যাপকের মৃত্যু

করোনায় জাবি অধ্যাপকের মৃত্যু

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাণ ও অনুজীব বিজ্ঞান বিভাগের প্রফেসর ড. নজিবুর রহমান করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৫৩ বছর।

সোমবার ভোরে রাজধানীর বারডেম হাসপাতালে তিনি চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।

তারা মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন পরিবেশ বিভাগের অধ্যাপক খবির উদ্দিন।

তিনি জানান, কিছুদিন আগে তিনি করোনাভাইরাসের উপসর্গ নিয়ে রাজধানীর বারডেম হাসপাতালে ভর্তি হন। নমুনা পরীক্ষা করানো হলে তার করোনা পজিটিভ আসে। এরপর থেকে তিনি ওই হাসপাতালেই চিকিৎসাধীন ছিলেন। পরে আজ ভোরে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

ড. নজিবুর রহমান বিশ্ববিদ্যালয়ে ২১ বছর ধরে শিক্ষকতা করেছেন। তিনি সেনওয়ালী এলাকায় স্ত্রী, ১ মেয়ে, ১ ছেলে নিয়ে বসবাস করতেন।

অধ্যাপক ড. নজিবুর রহমানের মরদেহ তাঁর গ্রামের বাড়ি চাপাইনবাবগঞ্জের রহনপুরে দাফন করা হবে।

মুনিয়া

এ সম্পর্কিত আরও পড়ুন করোনায় | জাবি | অধ্যাপকের | মৃত্যু