আর্কাইভ থেকে দেশজুড়ে

মেয়রের স্বাক্ষর জাল করে টাকা আত্মসাতের চেষ্টা, গ্রেপ্তার ৩

মেয়রের স্বাক্ষর জাল করে টাকা আত্মসাতের চেষ্টা, গ্রেপ্তার ৩

ঝালকাঠির নলছিটি পৌরসভার মেয়র আব্দুল ওয়াহেদ কবির খান ও পৌরসচিব রাশেদ ইকবালের স্বাক্ষর জাল করে টাকা আত্মসাতের চেষ্টার অভিযোগে তিন জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গেল সোমবার (২৬ জুলাই) রাতে তাদের পৌরসভা থেকে আটক করেছে পুলিশ।

আটকরা হলেন: পৌরসভার হিসাবরক্ষক রেখা বেগম ও তার স্বামী ইলেকট্রিশিয়ান সিরাজুল ইসলাম সেলিম ও রেখা বেগমের ভাই মো. কামাল হোসেন।

পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা আব্দুল ওয়াহেদ কবির খান বলেন, ‘আমার ও সচিবের স্বাক্ষর জাল করে মেসার্স সুগন্ধা এন্টারপ্রাইজের নামে চার লক্ষ টাকা উত্তোলনের সময় সোনালী ব্যাংকের ম্যানেজারের সন্দেহ হলে আমাকে খবর দেন। এরপর তাদের হাতেনাতে ধরে পুলিশকে খবর দিলে তাদের আটক করা হয়।

নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আতাউর রহমান বলেন, ‘তাদের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।’

শেখ সোহান

এ সম্পর্কিত আরও পড়ুন মেয়রের | স্বাক্ষর | জাল | করে | টাকা | আত্মসাতের | চেষ্টা | গ্রেপ্তার | ৩