আন্তর্জাতিক

মোসাদের সদরদপ্তর লক্ষ্য করে হিজবুল্লাহর ক্ষেপণাস্ত্র নিক্ষেপ

আন্তর্জাতিক ডেস্ক

ইসরাইলের তেল আবিবে থাকা গোয়েন্দা সংস্থা মোসাদের সদরদপ্তর লক্ষ্য করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবু্ল্লাহ।   

বুধবার (২৫ সেপ্টেম্বর) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।  

হামলার সময় তেল আবিবে সাইরেন বেজে উঠে। এদিকে ইসরাইলের সামরিক বাহিনী বলছে, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে হিজবুল্লাহর ছোঁড়া ক্ষেপণাস্ত্র প্রতিহত করা হয়েছে।  

পেজার ও অন্যান্য ইলেকট্রনিক ডিভাইস ব্যবহার করে লেবাননে হামলার প্রতিশোধ নিতে এই ক্ষেপণাস্ত্র হামলা বলছে হিজবুল্লাহ।

সোমবার থেকে লেবাননে ভয়াবহ বিমান হামলা চালিয়েছে আসছে ইসরাইল। হামলায় এখন পর্যন্ত নারী ও শিশুসহ পাঁচ শতাধিক মানুষ নিহত হয়েছেন। ঘরবাড়ি ছেড়ে পালিয়েছে হাজার হাজার মানুষ।

  এনএস/ 

এ সম্পর্কিত আরও পড়ুন মোসাদ