আর্কাইভ থেকে ইউরোপ

দাবানলে পুড়ছে তুরস্ক

দাবানলে পুড়ছে তুরস্ক

দাবানলে পুড়ছে তুরস্কের দক্ষিণাঞ্চলীয় শহর মানাওগাত। গতকাল বুধবার পর্যন্ত চারটি এলাকা থেকে অন্তত কয়েক হাজার মানুষকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়েছে।

তুর্কি গণমাধ্যমগুলো জানায়, প্রচন্ড বাতাসের কারণে ভূমধ্যসাগর তীরবর্তী মানাওগাত শহর থেকে দ্রুতগতিতে আগুন ও কালো ধোঁয়া ছড়াচ্ছে। দাবানল নিয়ন্ত্রণ করতে আকাশপথে পানি ছড়াচ্ছে তুর্কি বিমানবাহিনীর দুটি বিমান এবং ১৯টি হেলিকপ্টার।

এছাড়া আগুন নিয়ন্ত্রণে মোতায়েন রয়েছে ফায়ার ব্রিগেডের ১০৮টি ট্রাক ও ছোটযান। দুর্যোগ ব্যবস্থাপনার জন্য কাজ করছে চার শতাধিক কর্মী। তবে, তীব্র দাবদাহের কারণে পরিস্থিতি নিয়ন্ত্রণ করা কষ্টকর হয়ে পড়েছে।

দাবানলে এখনো হতাহতের কোন খবর পাওয়া যায়নি। তবে, দাবানলের কারণ উদঘাটনে তদন্ত করার নির্দেশ দিয়েছেন তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। দেশের দক্ষিণাঞ্চল প্রাকৃতিক নয় বরং মানবসৃষ্ট দুর্যোগের মুখোমুখি বলে অভিযোগ করেছেন তিনি।

 

এসএন

এ সম্পর্কিত আরও পড়ুন দাবানলে | পুড়ছে | তুরস্ক