আর্কাইভ থেকে ক্রিকেট

এখন দল নির্বাচনে হস্তক্ষেপ করি না: পাপন

এখন দল নির্বাচনে হস্তক্ষেপ করি না: পাপন
বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের কোচের দায়িত্ব নিতে ঢাকায় পৌঁছে গেছেন শ্রীলঙ্কান চন্ডিকা হাথুরুসিংহে। লঙ্কান এই কোচ দ্বিতীয় দফায় আনার ব্যাপারে সবচেয়ে বড় অবদান রেখেছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। দেশের এক গণমাধ্যমকে দেয়া সাক্ষাৎকারে পাপন হাথুরুসিংহের পুনরায় নিয়োগের ব্যাপারে কথা বলেন। কোচের পাশাপাশি দল নির্বাচনের বিষয়েও কথা বলেন বিসিবি সভাপতি। তিনি জানান আগে দল নির্বাচনে সরাসরি হস্তক্ষেপ করতেন, তবে এখন আর তা করেন না। পাপন বলেন,  সত্যি বলতে আগে করতাম (দল নির্বাচনে হস্তক্ষেপ)। এবার দায়িত্ব নেওয়ার পর থেকে আর করি না। দু’একবার সরাসরি হস্তক্ষেপ করেছি, যা করা ঠিক হয়নি।’ বিসিবি সভাপতি আরও বলেন, ‘যার যার বিভাগের কাজ সে দেখবে। আমাকে শুধু জানাবে কোনো সমস্যা হলে। আর আগের মতো আমি সব ব্যাপারে থাকতে চাই না।’  

এ সম্পর্কিত আরও পড়ুন এখন | দল | নির্বাচনে | হস্তক্ষেপ | করি | পাপন