আর্কাইভ থেকে করোনা ভাইরাস

বিশ্বে করোনায় মৃত্যু আরও ১০ হাজারের বেশি

বিশ্বে করোনায় মৃত্যু আরও ১০ হাজারের বেশি

বিশ্বব্যাপী প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু বেড়েছে। গেল ২৪ ঘন্টায় মারণ ভাইরাসের সংক্রমণে মারা গেছে ১০ হাজার ২শ’ জনের বেশি। একই সময়ে সংক্রমণ শনাক্ত হয়েছে ছয় লাখ ৮২ হাজারের বেশি। আর একদিনে সুস্থ হয়েছে বিশ্বের পাঁচ লাখ ১২ হাজারের বেশি মানুষ।

ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, বর্তমানে প্রতিদিনই সংক্রমণ শনাক্তের শীর্ষে যুক্তরাষ্ট্র। দেশটিতে আবারো বেড়েছে করোনাভাইরাসের সংক্রমণ। শুক্রবারও দেড় লাখের বেশি মানুষের শরীরে মিললো ভাইরাসটি। এদিনও করোনায় মারা গেছে এক হাজারের বেশি মানুষ। পরিস্থিতির অবনতির জন্য ডেল্টা ভ্যারিয়েন্ট এবং অনেক অঙ্গরাজ্যে টিকাদান কার্যক্রমের ধীরগতিকে দায়ী করা হচ্ছে।

তবে প্রতিদিনে মৃত্যুর দিক দিয়ে সবার ওপরে ইন্দোনেশিয়া। এদিন এশিয়ার দেশটিতে মারা গেছে ১৩শ’ জনের মতো। এ রোগে আক্রান্ত হয়েছে ২০ হাজার জন।

শুক্রবার যুক্তরাষ্ট্র ও ইন্দোনেশিয়া বাদে বিশ্বের আরও কয়েকটি দেশে করোনায় নতুন আক্রান্ত ও মৃত্যুর সংখ্যায় ঊর্ধ্বগতি গেছে।

এদিন প্রায় এক হাজারের মতো মানুষ মারা গেছে ব্রাজিলে। নতুন করে আক্রান্ত হয়েছে ৩৩ হাজার ৮৮৭ জন।

এছাড়াও করোনায় আক্রান্ত হয়ে মেক্সিকোয় ৮৫০, রাশিয়ায় ৭৮৫, ইরানে সাড়ে ৫শ’র বেশি, ভারতে ৩৭৬ জনের মৃত্যু রেকর্ড করা হয়েছে।

বিশ্বে করোনা মহামারিতে মোট মারা গেছে ৪৪ লাখ পৌঁনে ২৭ হাজারের বেশি মানুষ। এখন পর্যন্ত শনাক্ত হয়েছে ২১ কোটি ১৫ লাখের ওপর। আর সুস্থ হয়ে উঠেছে ১৮ কোটি সাড়ে ৯২ লাখের বেশি মানুষ।

 

এসএন

এ সম্পর্কিত আরও পড়ুন বিশ্বে | করোনায় | মৃত্যু | আরও | ১০ | হাজারের | বেশি