Connect with us

ক্রিকেট

টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়া ১৬ দলের স্কোয়াড

Published

on

১৬টি দলকে নিয়ে আগামী মাসের ১৭ অক্টোবর থেকে শুরু হতে যাচ্ছে ক্রিকেটের সংক্ষিপ্ত ভার্সন টি-টোয়েন্টি বিশ্বকাপের সপ্তম আসর। পুরো টুর্নামেন্টটি ওমান ও সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত হবে। ১৪ নভেম্বর সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে ফাইনালের মধ্য দিয়ে পর্দা নামবে এ আসরের।

টুর্নামেন্ট সংশ্লিষ্ট দেশগুলোকে বিশ্বকাপের স্কোয়াড ঘোষণার জন্য ১০ সেপ্টেম্বর পর্যন্ত সময় বেঁধে দিয়েছিল আইসিসি। নির্ধারিত সময়েই অংশ নেয়া সবগুলো দলই নিজেদের স্কোয়াড ঘোষণা করেছে। 

২০২০ সালের অক্টোবরে অস্ট্রেলিয়ায় এ আসরটি হওয়ার কথা থাকলেও মহামারি করোনার কারণে এটি স্থগিত হয়ে যায়। পরে ২০২০ সালের আগস্টে আইসিসি নিশ্চিত করে টুর্নামেন্টটি ২০২১ সালে ভারতে অনুষ্ঠিত হবে এবং অস্ট্রেলিয়ায় ২০২২ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপের অষ্টম আসর অনুষ্ঠিত হবে। কিন্তু ভারতে করোনা পরিস্থিতির ব্যাপক অবনতির আশঙ্কায় ২০২১ সালে জুনে টুর্নামেন্টটি ভারত থেকে সংযুক্ত আরব আমিরাতে  সরিয়ে নেয়া হয়। টুর্নামেন্টের প্রথম রাউন্ড একযোগে আয়োজন করবে সংযুক্ত আরব আমিরাত ও ওমান।

বিশ্বকাপে অংশ নেয়া দলগুলোকে মূল ভেন্যুতে গিয়ে ৫ দিনের কোয়ারেন্টিনে থাকতে হবে। কোয়ারেন্টিন পিরিয়ডের আগ পর্যন্ত ইনজুরি ছাড়াও স্কোয়াডে পরিবর্তনের সুযোগ পাবে দলগুলো। 

বাংলাদেশের টি-টোয়েন্টি বিশ্বকাপ দল
মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), লিটন দাস, নাঈম শেখ, সৌম্য সরকার, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, আফিফ হোসেন, নুরুল হাসান সোহান, শেখ মাহেদী হাসান, শামীম হোসেন পাটোয়ারি, নাসুম আহমেদ, মোহাম্মদ সাইফউদ্দিন, মোস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম, তাসকিন আহমেদ। 

Advertisement

রিজার্ভ: রুবেল হোসেন, আমিনুল ইসলাম বিপ্লব।

ভারত টি-টোয়েন্টি বিশ্বকাপের দল
বিরাট কোহলি (অধিনায়ক), রোহিত শর্মা, লোকেশ রাহুল, সূর্যকুমার যাদব, রিশভ পান্ত, হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, জাসপ্রিত বুমরাহ, ভুবনেশ্বর কুমার, মোহাম্মদ শামি, রবীচন্দ্রন অশ্বিন, আক্সার প্যাটেল, ইশান কিশান, রাহুল চাহার, বরুণ চক্রবর্তী।

রিজার্ভ: শার্দুল ঠাকুর, দীপক চাহার, শ্রেয়াস আইয়ার। 

পাকিস্তান টি-টোয়েন্টি বিশ্বকাপ দল
বাবর আজম (অধিনায়ক), শাদাব খান (সহ-অধিনায়ক), আসিফ আলি, আজম খান, হারিস রউফ, হাসান আলি, ইমাদ ওয়াসিম, খুশদিল শাহ, মোহাম্মদ হাফিজ, মোহাম্মদ হাসনাইন, মোহাম্মদ নাওয়াজ, মোহাম্মদ রিজওয়ান, মোহাম্মদ ওয়াসিম জুনিয়র, শাহীন শাহ আফ্রিদি, শোয়াইব মাকসুদ।

রিজার্ভ: ফখর জামান, শাহনেওয়াজ ধাহানি, উসমান কাদির।

Advertisement

অস্ট্রেলিয়া টি-টোয়েন্টি বিশ্বকাপ দল
অ্যারন ফিঞ্চ (অধিনায়ক), অ্যাস্টন অ্যাগার, প্যাট কামিন্স (সহ-অধিনায়ক), জশ হ্যাজেলজেলউড, জশ ইংলিস, মিচেল মার্শ, গ্লেন ম্যাক্সওয়েল, কেন রিচার্ডসন, স্টিভেন স্মিথ, মিচেল স্টার্ক, মার্কাস স্টয়নিস, মিচেল সোয়েপসন, ম্যাথু ওয়েড, ডেভিড ওয়ার্নার, অ্যাডাম জ্যাম্পা।

রিজার্ভ: ড্যান ক্রিস্টিয়ান, ন্যাথান এলিস, ড্যানিয়েল স্যামস।

নিউজিল্যান্ড টি-টোয়েন্টি বিশ্বকাপ দল
ডেভন কনওয়ে, মার্টিন গাপটিল, কেন উইলিয়ামসন (অধিনায়ক), গ্লেন ফিলিপস, টিম সেইফার্ট, মার্ক চাপম্যান, ড্যারেল মিচেল, জিমি নিশাম, মিচেল স্যান্টনার, টড অ্যাস্টল, ইশ সোধি, কাইল জেমিসন, ট্রেন্ট বোল্ট, লুকি ফার্গুসেন, টিম সাউদি, অ্যাডাম মিলনে (চোট সাপেক্ষে বাড়তি সদস্য)।

দক্ষিণ আফ্রিকা টি-টোয়েন্টি বিশ্বকাপ দল
টেম্বা বাভুমা (অধিনায়ক), কুইন্টন ডি কক, রিজা হেন্ড্রিকস, হেইনরিখ ক্লাসেন, এইডেন মার্করাম, ডেভিড মিলার, রাসি ভ্যান ডার ডাসেন, ডোয়াইন প্রিটোরিয়াস, ভিয়ান মুল্ডার, আনরিখ নরকিয়া, লুঙ্গি এনগিডি, কাগিসো রাবাদা, তাবরাইজ শামসি, বিয়র্ন ফরচুইন ও কেশব মহারাজ।

রিজার্ভ: জর্জ লিন্ডে, আন্দিল ফেলুকওয়ায়ো ও লিজাড উইলিয়ামস।

Advertisement

শ্রীলঙ্কা টি-টোয়েন্টি বিশ্বকাপ দল
দাসুন শানাকা (অধিনায়ক), ধনঞ্জয়া ডি সিলভা (সহ-অধিনায়ক), কুসল পেরেরা, আবিস্কা ফার্নেন্দো, বানুকা রাজাপাক্ষে, চারিথা আসালাঙ্কা, ভানিন্দু হাসারাঙ্গা, চামিকা করুনারত্নে, দুশমন্ত চামিরা, আকিলা ধনঞ্জয়া, মহেশ থিকশানা, দীনেশ চান্দিমাল, প্রবীন জয়াবিক্রমা, কামিন্দু মেন্ডসি, বিনুরা ফার্নেন্দো, নুয়ান প্রদীপ, লাহিরু কুমারা, লাহিরু মাধুশঙ্কা, পুলিনা থারাঙ্গা। (পরবর্তীতে তিনজন কমানো হবে) 

ওয়েস্ট ইন্ডিজ টি-টোয়েন্টি বিশ্বকাপ দল
কাইরন পোলার্ড (অধিনায়ক), নিকোলাস পুরান, ফ্যাবিয়েন অ্যালেন, ডোয়াইন ব্র্যাভো, রোস্টন চেজ, আন্দ্রে ফ্লেচার, ক্রিস গেইল, শিমরন হেটমায়ার, এভিন লুইস, ওবেদ ম্যাকয়, রবি রামপল, আন্দ্রে রাসেল, লেন্ডল সিমন্স, ওশান টমাস, হেইডেন ওয়ালশ জুনিয়র।

রিজার্ভ: ড্যারেন ব্র্যাভো, শেলডন কোটরেল, জেসন হোল্ডার, আকিল হোসেন।

আফগানিস্তান টি-টোয়েন্টি বিশ্বকাপ দল
রশিদ খান, মোহাম্মদ শাহজাদ, রহমানউল্লাহ গুরবাজ, করিম জানাত, হজরতউল্লাহ জাজাই, উসমান ঘানি, গুলাবদিন নাইব, নাভিন উল হক, আসগর আফগান, হামিদ হাসান, মোহাম্মদ নবী (অধিনায়ক), শরাফউদ্দিন আশরাফ, নাজিবউল্লাহ জাদরান, দৌলত জাদরান, হাশমতউল্লাহ শহিদি, শাপুর জাদরান, মুজিব উর রহমান, কাইস আহমেদ। (পরবর্তীতে ৩ জন কমানো হবে)

রিজার্ভ: আফসার জাজাই, ফরিদ আহমাদ।

Advertisement

ইংল্যান্ড টি-টোয়েন্টি বিশ্বকাপ দল
ওয়েন মরগ্যান (অধিনায়ক), মঈন আলী, জনি বেয়ারস্টো, স্যাম বিলিংস, জস বাটলার, স্যাম কারান, ক্রিস জর্ডান, লিয়াম লিভিংস্টোন, ডাভিড মালান, টাইমাল মিলস, আদিল রশিদ, জেসন রয়, ডেভিড উইলি, ক্রিস ওকস ও মার্ক উড।

রিজার্ভ: টম কারান, লিয়াম ডসন ও জেমস ভিন্স।

আয়ারল্যান্ড টি-টোয়েন্টি বিশ্বকাপ দল
অ্যান্ড্রু বালবার্নি (অধিনায়ক), মার্ক অ্যাডায়ার, কার্টিস ক্যাম্পার, গ্যারেথ ডেলানি, জর্জ ডকরেল, শেন গেটকেট, গ্রাহাম কেনেডি, জশ লিটল, অ্যান্ড্রু ম্যাকব্রাইন, ব্যারি ম্যাককার্থি, কেভিন ও'ব্রায়েন, নেইল রক, সিমি সিং, পল স্টার্লিং, হ্যারি টেক্টর, লর্কান টাকার, বেন হোয়াইট, ক্রেইগ ইয়াং।

ওমান টি-টোয়েন্টি বিশ্বকাপ দল
জিসান মাকসুদ (অধিনায়ক), আকিব ইলিয়াস (সহ-অধিনায়ক), জাতিন্দার সিং, খাওয়ার আলি, মোহাম্মদ নাদিম, আয়ান খান, সুরাজ কুমার, সন্দ্বীপ গৌর, নেস্তর ধাম্বা, কলিমউল্লাহ, বিলাল খান, নাসিম খুশি, সুফিয়ান মেহমুদ, ফায়াজ বাট, খুররাম খান।

স্কটল্যান্ড টি-টোয়েন্টি বিশ্বকাপ দল
কাইল কোয়ের্টজার (অধিনায়ক), রিচার্ড বেরিংটন (সহ-অধিনায়ক), ডিলান বাজ, ম্যাথু ক্রস (উইকেট-কিপার) , জশ ড্যাভি, আলসাদির ইভান্স, ক্রিস গ্রেইভস, ওলি হ্যারিস, মিচেল লিস্ক, কালুম ম্যাকলিওড, জর্জ মুনসে, সায়ইয়ান শরিফ, ক্রিস সোল, হামজা তাহির, ক্রেইগ ওয়ালেস (উইকেট-কিপার), মার্ক ওয়াট, ব্রেড হোয়েল।  

Advertisement

পাপুয়া নিউগিনি টি-টোয়েন্টি বিশ্বকাপ দল
আসাদ ভালা (অধিনায়ক), চার্সস আমিনি লেগা সিকা, নরমান ভানুয়া, নসাইনা পকানা, কিপলিং দরিগা, টনি উরা, গাউদি টুকা, সেসে বাউ, ডমিয়েন রাভুম কাবুয়া ভাজি মরেয়া, সুমন আতাই, জেসন কিলা, চাঁদ সপার, জ্যাক গার্ডনার।

নেদারল্যান্ড টি-টোয়েন্টি বিশ্বকাপ দল
পিটার সিলার (অধিনায়ক), কলিন আকুরমান, ফিলিপ বসিবেইন, বেন চপার, বেস দে লিড, স্কত এডওয়ার্ড, বেরন গ্লোভার, স্টিফেন মাইবার্গ, ম্যাক ওদাউদ, রায়ান টেন ডসেট, লোগান ভ্যান বিক, টিম ভ্যান ডের গুটেন, রলেগ ভ্যান ডার মারউই, পল ভ্যান মিকরেন, 

রিজার্ভ:  টবাইস ভিসে, শেন স্নাটের।

এস

Advertisement
Advertisement

ক্রিকেট

বাজারে হাইড্রেশন ড্রিংক আনছেন মেসি

Avatar of author

Published

on

হাইড্রেশন ড্রিংক বা জলযোজন পানীয় বাজারের আনছেন লিওনেল মেসি।  নাম ঠিক না করলেও এই পানীয় বাজারে আনার ঘোষণা গত মার্চেই দিয়েছিলেন বিশ্বকাপজয়ী এ মহাতারকা। সে সময় তিনি বেভারেজ প্রস্তুতকারক কোম্পানি মার্ক অ্যান্থনি ব্র্যান্ডের সঙ্গে যুক্ত হওয়ার খবরও জানান।

মার্ক অ্যান্থনি ব্র্যান্ডের পক্ষে দেওয়া বিবৃতিতে ইন্টার মায়ামি তারকা তখন বলেছিলেন, ‘আমি বিষয়টি নিয়ে বেশ রোমাঞ্চিত। আমি একজন মালিক হিসেবে বিনিয়োগ করেছি। এমন কিছু আমি আগে কখনোই করিনি।’

বিবৃতিতে এই পানীয় যুগান্তকারী এবং অন্য নন–অ্যালকোহলিক ব্র্যান্ডের চেয়ে একেবারে আলাদা বলেও উল্লেখ করা হয়। সামাজিক যোগাযোগামাধ্যমে মেসির দেওয়া পোস্ট থেকে জানা গেছে, এ বছরের ২৪ জুন পানীয়টি বাজারজাত করা হবে। শুরুতে এই পণ্য শুধু যুক্তরাষ্ট্র আর কানাডার বাজারে পাওয়া যাবে।

 

 

Advertisement

 

 

 

পুরো পরতিবেদনটি পড়ুন

ক্রিকেট

বরুসিয়া ডর্টমুন্ড ছাড়ছেন মার্কো রয়েস

Avatar of author

Published

on

বরুসিয়া ডর্টমুন্ডের সঙ্গে ১২ বছরের সম্পর্কের ইতি টানছেন জার্মান অ্যাটাকিং মিডফিল্ডার মার্কো রয়েস।  চলতি মৌসুম শেষেই ক্লাবটিকে বিদায় জানাবেন তিনি।  শুক্রবার ডর্টমুন্ডের পক্ষ থেকে জানানো হয়ছে , চুক্তির মেয়াদ না বাড়ানোর ব্যাপারে দুই পক্ষই সম্মত হয়েছে।

ডর্টমুন্ডের একাডেমিতে বেড়ে উঠেছেন রয়েস।  এরপর ২০০৬ সালে ডর্টমুন্ডের একাডেমি ছেড়ে যোগ দেন রট ওয়েস আহলেন ক্লাবে। তিন বছর পর সেখান থেকে চলে যান বরুসিয়া মুনশেনগ্লাডবাখে। সেখানে আরও তিন বছর কাটিয়ে ফিরে আসেন ফিরে আসেন ডর্টমুন্ডে।

জার্মানির ঐতিহ্যবাহী ক্লাবটিতে ১২ মৌসুমে নিজেকে কিংবদন্তির পর্যায়ে নিয়ে যান রয়েস। ডটর্মুন্ডের ইতিহাসে চতুর্থ সর্বোচ্চ ম্যাচ (৪২৪) খেলা ফুটবলার তিনি। গোলের হিসাবে দ্বিতীয় সর্বোচ্চ গোলদাতা (১৬৮)। সতীর্থদের গোল করিয়েছেন ১২৮টি।

ডর্টমুন্ডের হয়ে ২০১৬-১৭ ও ২০২০-২১ সালে জার্মান কাপ জিতেছেন রয়েস। বর্তমান লিভারপুল কোচ ইয়ুর্গেন ক্লপ ডর্টমুন্ডের দায়িত্বে থাকতে ২০১৩ সালে খেলেছেন চ্যাম্পিয়নস লিগের ফাইনাল।

 

Advertisement

এস

 

পুরো পরতিবেদনটি পড়ুন

ক্রিকেট

বড় জয়ে সিরিজ শুরু বাংলাদেশের

Avatar of author

Published

on

পাঁচ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে জিম্বাবুয়েকে বড় ব্যবধানে হারিয়েছে বাংলাদেশ। প্রথমে ব্যাট করতে নেমে সব কয়টি উইকেট হারিয়ে ১২৪ রান সংগ্রহ করে জিম্বাবুয়ে। জবাবে ২ উইকেট হারিয়ে ১৫.২ ওভারে জয়ের লক্ষ্যে পৌঁছে যায় বাংলাদেশ।

শুক্রবার চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ১২৫ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে দ্বিতীয় ওভারেই উইকেট হারায় বাংলাদেশ। ৩ বলে ১ রান করে আউট হয়ে যান ওপেনার লিটন কুমার দাস। তবে লিটন আউট হলেও এই ম্যাচ দিয়ে অভিষেক হওয়া আরেক ওপেনার তানজিদ হাসান তামিম টিকে থাকে ম্যাচের শেষ পর্যন্ত।  ২ ছক্কা ও ৮ চারে ৪৭ বলে ৬৭ রানে অপরাজিত থাকেন তানজিদ। তাকে সঙ্গে দিয়ে অধিনায়ক নাজমুল হোসেন শান্ত করেন ২৪ বলে ২১ রান। আর ১ ছক্কা ও ৫ চারে ১৮ বলে ৩৩ রানে অপরাজিত থাকে তাওহিদ হৃদয়।

এর আগে টস হেরে ব্যাট করতে নেমে প্রথম ওভারেই ৮ রান সংগ্রহ করে জিম্বাবুয়ে। তবে পরের ওভারে মেহেদী হাসানের বলে ০ রানে ফিরে যান ওপেনার ক্রেগ আরভিন।  জিম্বাবুয়ে দ্বিতীয় উইকেট হারায় পঞ্চম ওভারে দলীয় ৩৬ রানে। দীর্ঘদিন পর দলে ফেরা পেস অলরাউন্ডার মোহাম্মদ সাইফুদ্দিনের বলে ১৪ বলে ১৭ রান করে ফেরেন আরেক ওপেনার জয়লর্ড গাম্বি।

স্কোর বোর্ডে কোন রান যোগ না হতেই পরের ওভারে আরও ২ উইকেট হারায় সফরকারীরা।  মেহেদী হাসানের প্রথম বলেই ১৬ রান করে রান আউট হন ব্রায়ান বেনেট।  পরের বলেই গোল্ডেন ডাক মেরে আউট হয়ে যান অধিয়ানক সিকান্দার রাজা।

মেহেদীর ওইভারের শেষ বলে ২ রান সংগ্রহ করে জিম্বাবুয়ে। পরের ওভারে বল হাতে নেন সপ্তম তাসকিন আহমেদ।  প্রথম দুই বলেই ফিরিয়ে দেন শেন উইলিয়ামস (১ বলে ০) ও বার্লকে (১ বলে ০)।

Advertisement

৭ ওভারে ৬ উইকেট হারানো জিম্বাবুয়ে সপ্তম উইকেটটি হারায় পরের ওভারেই। সাইফদ্দিনের বলে ২ রান করে আউট হন লুক জঙ্গি। ৪১ রানে ৭ উইকেট হারানোর পর সর্বনিম্ন রানে অলআউট হওয়ার শঙ্কায় যখন জিম্বাবুয়ে।  তখন ৮ম উইকেটে মাসাকাদজা–মাদান্দের জুটিতে ঘুরে দাঁড়ায় দলটি। দুজন মিলে গড়েন ৭৫ রানের জুটি।  ৩৯ বলে ৪৩ রান করা মাদান্দেকে ফিরিয়ে সেই জুটি ভাঙ্গেন তাসকিন।  শেষ পর্যন্ত ১২৪ রান পর্যন্ত পৌঁছাতে পারে জিম্বাবুয়ে।

পুরো পরতিবেদনটি পড়ুন

জাতীয়

জাতীয়2 hours ago

আশুগঞ্জ বিদ্যুৎকেন্দ্রের দুই ইউনিটের উৎপাদন বন্ধ

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ পাওয়ার স্টেশন কোম্পানি লিমিটেডের (এপিএসসিএল) দুটি ইউনিটের বিদ্যুৎ উৎপাদন বন্ধ হয়ে গেছে। গেলো শুক্রবার (৩ মে) রাতে পানির...

ঢাকা4 hours ago

উত্তরায় লেক থেকে দুই শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

রাজধানীর উত্তরায় লেকের পানি থেকে দুই স্কুল শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়েছে। লেকে গোসল করতে নেমে ওই দুজন শিক্ষর্থী নিখোঁজ...

জাতীয়5 hours ago

‘ফিলিস্তিন সংকট সমাধানে মুসলিম উম্মাহর একাত্মতা গুরুত্বপূর্ণ ’

পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদের সঙ্গে জাতিসংঘে ফিলিস্তিনের স্থায়ী পর্যবেক্ষক রিয়াদ মনসুরের এক দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়। গেলো শুক্রবার ওই বৈঠকে...

বাংলাদেশ5 hours ago

স্কুলে দেরিতে আসায় শিক্ষিকাকে ঘুষি মারলেন অধ্যক্ষ

এক শিক্ষিকা দেরি করে স্কুলে আসার দায়ে তাকে ঘুষি মেরেছেন ওই প্রতিষ্ঠানের অধ্যক্ষ। এ ঘটনার দৃশ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল...

সড়ক দুর্ঘটনা সড়ক দুর্ঘটনা
দুর্ঘটনা6 hours ago

দুই জেলায় সড়ক দুর্ঘটনায় ঝরলো ৪ প্রাণ, আহত ১১ জন

মাদারীপুরের রাজৈর উপজেলায় ট্রাকচাপায় ইজিবাইকের দুই যাত্রী নিহত হয়েছেন। একইদিনে গাজীপুরের শ্রীপুরে ট্রাক-পিকআপ সংঘর্ষে দুই নির্মাণ শ্রমিক নিহত হয়েছেন। শনিবার...

জাল-দলিলে-ব্যাংকের-কোটি-টাকা-আত্মসাৎ জাল-দলিলে-ব্যাংকের-কোটি-টাকা-আত্মসাৎ
অপরাধ6 hours ago

জাল দলিলে ব্যাংকের ৫০ কোটি টাকা আত্মসাৎ

অভিনব কৌশলে একই ফ্ল্যাট একাধিক ব্যাংকে মর্টগেজ রেখে লোনের মাধ্যমে শত শত কোটি টাকা আত্মসাৎ করেছে একটি চক্র। বিষয়টি এতদিন...

অপরাধ6 hours ago

উপজেলা চেয়ারম্যানকে গুলি করার অভিযোগ নিয়ে যা জানালেন বদি

কক্সবাজারের টেকনাফ উপজেলা চেয়ারম্যান নুরুল আলমকে লক্ষ্য করে গুলিবর্ষণ করার অভিযোগ উঠেছে সাবেক সংসদ-সদস্য আব্দুর রহমান বদির বিরুদ্ধে। গেলো বৃহস্পতিবার...

জাতীয়6 hours ago

বাংলাদেশে গণমাধ্যম উন্মুক্ত হয়ে আছে : তথ্য প্রতিমন্ত্রী

বাংলাদেশে গণমাধ্যম মুক্ত নয়, উন্মুক্ত হয়ে আছে। তাই বর্ডার লাইন টানা দরকার। প্রধানমন্ত্রীর সঙ্গে বিভিন্ন সময়ে কথা হয়েছে। গণমাধ্যমকর্মীরা আমাদের...

ডিবি-হারুন ডিবি-হারুন
অপরাধ7 hours ago

মিল্টনের স্ত্রীকেও জিজ্ঞাসাবাদ করা হবে: হারুন

‘চাইল্ড অ্যান্ড ওল্ড এজ কেয়ার’ আশ্রমের চেয়ারম্যান গ্রেপ্তার মিল্টন সমাদ্দার রিমান্ডে রয়েছেন। তার বিরুদ্ধে যেসব অভিযোগ সেসব বিষয়ে তাকে জিজ্ঞাসাবাদ...

নকল-ওরস্যালাইন,-গ্রেপ্তার নকল-ওরস্যালাইন,-গ্রেপ্তার
অপরাধ9 hours ago

বিপুল পরিমাণ নকল ওরস্যালাইন জব্দ, গ্রেপ্তার ৩

দেশ জুড়ে চলছে তীব্র তাপপ্রবাহ। এমন আবহাওয়ায় বেড়ে যায় খাবার ওরস্যালাইনের চাহিদা। এই সুযোগ নিয়ে এক শ্রেণির অসাধুচক্র কারখানা স্থাপন...

Advertisement
ঢাকা4 days ago

টয়লেটে ৯ মাস ধরে আটক থাকা যুবক উদ্ধার

অপরাধ3 days ago

শিশুকে ধর্ষণ-হত্যার বর্ণনা দিতে গিয়ে অশ্রুসিক্ত র‍্যাব কর্মকর্তা

ভারতের-তামিলনাড়ুর-দেবঙ্গ-আর্ট-কলেজের-সাবেক-সহকারী-অধ্যাপক-নির্মলা-দেবী
আন্তর্জাতিক2 days ago

যৌন সম্পর্কের বদলে দেয়া হবে বেশি নম্বর!

টুকিটাকি5 days ago

সম্পত্তির জন্য ঘুষি মারতে মারতে বৃদ্ধ বাবাকে খুন ছেলের! ভাইরাল ভিডিও

দেশজুড়ে3 days ago

‘মাও বোঝেনি আমাকে’ লিখে ছাত্রীর আত্মহত্যা

তথ্য-প্রযুক্তি1 day ago

গ্রাহকদের দাবির মুখে সিদ্ধান্ত বদলালো জিপি

ঢালিউড2 days ago

শাকিবের বিয়ে: পরিবারের সিদ্ধান্ত নিয়ে মুখ খুললেন অপু বিশ্বাস

খুলনা6 days ago

গরমে অসুস্থ হয়ে স্কুলশিক্ষকের মৃত্যু

পরামর্শ2 days ago

পুনরায় গরম করলে যে ৭ খাবার হয় ‘বিষাক্ত’

আন্তর্জাতিক5 days ago

সন্তানদের নিয়ে মসজিদে ঘুমন্ত ইমামকে পিটিয়ে হত্যা

উত্তর আমেরিকা1 week ago

সামনে ‘যুদ্ধবিরোধী’ কুমির, আটকে গেলো মার্কিন বিমান (ভিডিও)

ব্যারিস্টার-সুমন
আইন-বিচার2 weeks ago

বেনজীরের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ নিয়ে যা বললেন ব্যারিস্টার সুমন

প্রধানমন্ত্রী-শেখ-হাসিনা
জাতীয়1 month ago

গায়ের চাদর না পুড়িয়ে বউদের ভারতীয় শাড়ি পোড়ান: প্রধানমন্ত্রী

ফুটবল1 month ago

ইংল্যান্ডকে হারিয়ে ব্রাজিল কোচ জানালেন এটা মাত্র শুরু

টুকিটাকি1 month ago

জিলাপির প্যাঁচে লুকিয়ে আছে যে রহস্য!

অর্থনীতি2 months ago

বাজারে লেবুর সরবরাহ বেশি, তবুও দাম চড়া

রেশমা
বাংলাদেশ2 months ago

রাজধানীতে অচেতন অবস্থায় উদ্ধার কিশোরীর ঠিকানা খুঁজছে পুলিশ

হলিউড2 months ago

নীল দুনিয়ায় অভিনেত্রী সোফিয়ার রহস্যজনক মৃত্যু

ফুটবল2 months ago

জামালকে ঠিকঠাক বেতন দেয়নি আর্জেন্টাইন ক্লাব

টুকিটাকি2 months ago

রণবীরের ‘অ্যানিম্যাল’ দেখে শখ, মাইনাস ২৫ ডিগ্রিতে বসলো বিয়ের আসর

সর্বাধিক পঠিত