আর্কাইভ থেকে বাংলাদেশ

ইভ্যালি অনেক টাকা নিয়েছে, কীভাবে পূরণ করবে জানি না : স্বরাষ্ট্রমন্ত্রী

ইভ্যালি অনেক টাকা নিয়েছে, কীভাবে পূরণ করবে জানি না  : স্বরাষ্ট্রমন্ত্রী

ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালি গ্রাহকদের দায় মেটাতে না পারলে তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী যথাযথ ব্যবস্থা নেয়া হবে। মানুষের কাছ থেকে অনেক টাকা নিয়েছে ইভ্যালি। কীভাবে তারা তাদের কমিটমেন্ট পূরণ করবে তা আমার জানা নেই। বললেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

আজ রোববার (১৯ সেপ্টেম্বর) সচিবালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ইভ্যালি গ্রাহকদের যে কমিটমেন্ট দিয়েছে, যদি সেটা পূরণ করতে না পারে, তাহলে আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে। আইন শৃঙ্খলা বাহিনীকে এটা করতেই হবে।

তিনি বলেন, আমি বলতে চাচ্ছি, যেসব লোভনীয় প্রস্তাব দেয়া হচ্ছে। যেমন যে গাড়ির দাম ১০০ টাকা, সে গাড়ি ৫০ টাকায় অফার করা হচ্ছে। যারা এমন ব্যবসায় লগ্নি বা ইনভেস্ট করেন, তাদের বলছি আপনারা প্রতারিত যাতে না হন, সেটা বুঝেই করবেন।

ইভ্যালির গ্রাহকের মামলায় গ্রেপ্তার হয়েছেন ইভ্যালির সিইও-এমডি মোহাম্মদ রাসেল এবং রাসেলের স্ত্রী ও প্রতিষ্ঠানটির চেয়ারম্যান শামীমা নাসরিন।

র‌্যাবের জিজ্ঞাসাবাদে রাসেল জানিয়েছেন, ১ হাজার কোটি টাকার মতো ঋণ রয়েছে তাদের। অথচ প্রতিষ্ঠানের ব্যাংক অ্যাকাউন্টে জমা আছে মাত্র ৩০ লাখ টাকা।

এ সম্পর্কিত আরও পড়ুন ইভ্যালি | অনেক | টাকা | নিয়েছে | কীভাবে | পূরণ | করবে | জানি | | | স্বরাষ্ট্রমন্ত্রী