তল্লাশি চৌকিতে বিদ্রোহীদের হামলার পর মিয়ানমারের ৬২ সেনা থাইল্যান্ডে পালিয়েছে। শনিবার কারেন রাজ্যের মিয়ানমার-থাইল্যান্ড সীমান্তে কারেন ন্যাশনাল লিবারেশন আর্মি, কিএনএলএ এই হামলা চালায়। এরপর জীবন বাঁচাতে মিয়ানমারের সেনারা থাইল্যান্ডের তাক প্রদেশের ফপ ফারা জেলায় পালিয়ে যায়।
পালিয়ে যাওয়া সেনারা জানায়, কারেন ন্যাশনাল লিবারেশন আর্মি, তাদের ১৮ সেনাকে হত্যা করেছে।
১৯৪৯ সাল থেকে স্বাধীনতার দাবিতে লড়াই করে আসছে কারেন ন্যাশনাল লিবারেশন আর্মি, কিএনএলএ।
এনএস/