আর্কাইভ থেকে দেশজুড়ে

শারক্বীয়ার ৪ সদস্য গ্রেপ্তার

শারক্বীয়ার ৪ সদস্য গ্রেপ্তার
নতুন জঙ্গি সংগঠন আনসার ফিল হিন্দাল শারক্বীয়া দলের চার সদস্যকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) রাতে র‌্যাবের পক্ষ থেকে এ তথ্য জানালেও এ বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি। বুধবার (১ মার্চ) সংবাদ সম্মেলন করে বিস্তারিত জানানো হবে। র‌্যাব-৭ এর সহকারী পরিচালক নুরুল আবসার গণমাধ্যমকে বলেন, “তথাকথিত হিজরতের জন্য তারা বাসা থেকে বের হয়ে পার্বত্য চট্টগ্রামে সশস্ত্র প্রশিক্ষণ নিয়েছিলেন। রাতে পটিয়া থেকে তাদের গ্রেপ্তার করা হয়।” সাম্প্রতিক কিছু তরুণ-যুবকের নিখোঁজ হওয়ার অনুসন্ধানে নেমে আনসার আল ইসলাম ফিল হিন্দাল শরক্বীয়া নামে নতুন জঙ্গি দলের সন্ধান পায় র‌্যাব। বাহিনীর কর্মকর্তারা বলছেন, নতুন জঙ্গি সংগঠনটির অনেক সদস্যই হরকাতুল জিহাদ (হুজি), আনসার আল ইসলাম ও জেএমবির সাবেক সদস্য। এ জঙ্গি দলের সঙ্গে পাহাড়ি বিচ্ছিন্নতাবাদী সংগঠনের যোগাযোগের বিরল ঘটনাও প্রকাশ্যে এসেছে র‌্যাবের তদন্তে। গেলো বছরের ৬ অক্টোবর কুমিল্লা থেকে নিখোঁজ দুই ছাত্রসহ সাতজনকে গ্রেপ্তারের পর র‌্যাব শারক্বীয়ার খবর জানায়। র‌্যাব এখন পর্যন্ত এই দলটির আঞ্চলিক নেতা ও নিচের সারির নেতাদের গ্রেপ্তার করতে পেরেছে।

এ সম্পর্কিত আরও পড়ুন শারক্বীয়ার | ৪ | সদস্য | গ্রেপ্তার