Connect with us

এশিয়া

৭০ বছরের পুতিনের ৩ সন্তানের জননী ‘প্রেমিকা’ আলিনা!

Avatar of author

Published

on

রাশিয়ার প্রেসিডেন্ট হওয়ার পর থেকেই নাকি ‘প্রেমিকা’র জন্য গোপনে একটি কাঠের প্রাসাদ গড়তে শুরু করেছিলেন ভ্লাদিমির পুতিন। সেই প্রাসাদের ভেতরের ছবিই নাকি এই প্রথম প্রকাশ্যে এনেছে রাশিয়ার একটি বেসরকারি সংবাদ সংস্থা। বিশাল জায়গা জুড়ে বাগান, বিশাল সুইমিং পুল, স্পা— কী নেই তাতে! আর কী কী রয়েছে এই প্রাসাদের অন্দরে? নিজস্ব ট্রেনে ‘প্রেমিকা’র প্রাসাদে যান পুতিন।

২০০০ সালের মে মাসে রাশিয়ার প্রেসিডেন্ট হিসেবে শপথগ্রহণ করেন পুতিন। তখন তিনি লুডমিলা পুতিনার সঙ্গে দাম্পত্যে। তবে তাতে আলিনা কাবায়েভার সঙ্গে তার রসালো সম্পর্ক নিয়ে মুচমুচে গল্পগাথায় ছেদ পড়েনি। অলিম্পিক্স সোনাজয়ী নোবেক রিদ্যমিক জিমন্যাস্ট আলিনার জন্যই নাকি সে সময় থেকে প্রাসাদ গড়ছিলেন পুতিন।

অনুসন্ধানী সাংবাদিকতার জন্য রাশিয়ায় পরিচিতি রয়েছে ‘প্রোয়েক্ট’-এর। সম্প্রতি তাদের একটি প্রতিবেদনে দাবি, আলিনার জন্য গড়া ওই গোপন প্রাসাদের ছবি এই প্রথম প্রকাশ্যে এনেছেন তারা। মস্কো থেকে প্রায় ৪০০ কিলোমিটার দূরে ভালদাই এলাকায় জঙ্গলের ভেতরে রয়েছে একটি কাঠের প্রাসাদ। রুশ অভিজাত এলাকায় ওই প্রাসাদের নিরাপত্তায় নাকি মোতায়েন থাকেন পুতিনের ব্যক্তিগত নিরাপত্তারক্ষীরা।

রাশিয়ার জ়ারদের প্রাসাদের ধাঁচেই নাকি গড়া হয়েছে এই প্রাসাদটিকে। ২০১৩ সালে লুডমিলার সঙ্গে বিবাহবিচ্ছেদ হয় পুতিনের। ‘প্রোয়েক্ট’-এর দাবি, তার আগে থেকেই আলিনার সঙ্গে প্রেম ছিল প্রেসিডেন্টের। তবে স্ত্রীর সঙ্গে বিচ্ছেদের পর ওই প্রাসাদে আলিনাকে প্রথম বার নিয়ে যান তিনি।

রিদ্যমিক জিমন্যাস্টের তারকা আলিনা এককালে অলিম্পিক্সের ব্যক্তিগত ইভেন্টে ২টি সোনা জিতেছিলেন। সঙ্গে রয়েছে ১৪টি বিশ্ব চ্যাম্পিয়নশিপ পদক। তবে ২০০১ সালে নিষিদ্ধ মাদক সেবনের দায় চাপে তার উপর। ডোপ পরীক্ষায় ধরা পড়ায় আলিনার উপর দুই বছরের জন্য নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল। তা সত্ত্বেও তাকে ঘিরে সংবাদমাধ্যমের কৌতূহল কমেনি। সৌজন্য, পুতিনের সঙ্গে তাঁর তথাকথিত সম্পর্ক।

Advertisement

৩৯ বছরের আলিনা নাকি ৭০ বছরের পুতিনের অন্তত ৩ সন্তানের জননী। যদিও এ বিষয়ে বরাবরই মুখে কুলুপ এঁটে রেখেছেন দুজনেই। তবে ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণার পর পুতিন-ঘনিষ্ঠ হিসেবে আলিনার উপর নিষেধাজ্ঞা জারি করে ব্রিটেন, কানাডা এবং ইউরোপীয় ইউনিয়ন।

‘প্রোয়েক্ট’-এর দাবি, আলিনার জন্য কাঠের প্রাসাদ গড়ার পর ২০২০ সালে ভালদাইয়ের জঙ্গলে আরও একটি প্রাসাদ গড়েছিলেন পুতিন। মূল প্রাসাদের অদূরেই রয়েছে সেটি। পরের বছর আলিনার জন্য নাকি ভালদাইয়ের প্রাসাদের কাছে আরও নির্মাণকাজ শুরু করেন পুতিন। প্রাসাদের কাছে বোট রাখার জন্য তিনি একটি বন্দর গড়েছিলেন বলে দাবি।

রুশ সংবাদ সংস্থাটির দাবি, পুতিনের প্রেমিকার বিশাল প্রাসাদের চারপাশ ঘিরে রয়েছে একটি ছোট খাল। প্রাসাদে ঢোকার রাস্তায় যেতে গেলে ওই খালের জলে নৌকো ভাসিয়ে দিতে হয়। এর পরেই দেখা মেলে ধ্রুপদী স্থাপত্যের ধাঁচে গড়া একটি বিশাল প্রাসাদ। যা এত দিন লোকচক্ষুর আড়ালে ছিল।

প্রাসাদে ঢোকার আগে অবশ্য ২৮ একর জুড়ে থাকা একটি বাগান পেরোতে হবে। ওই জমিতে নাকি আগে একটি নার্সারি ছিল। তাতে রাশিয়ার জাতীয় উদ্যানের জন্য কনিফার্সের চারা পোঁতা হত। সেগুলি খানিকটা বড় হলে লাগানো হত জাতীয় উদ্যানে।

প্রোয়েক্ট জানিয়েছে, পুতিন এবং তার ‘প্রেমিকার প্রাসাদ থেকে খানিকটা দূরেই রয়েছে একটি বিশাল স্পা কমপ্লেক্স। তাতে রয়েছে সূর্যঘড়ি। ওই স্পা কমপ্লেক্সেই নাকি রয়েছে ৮২ ফুটেরও বেশি বড় একটি সুইমিং পুল। সঙ্গে একটি হামাম এবং সান বাথ নেওয়ার বন্দোবস্ত। সৌন্দর্যচর্চার জন্য মাড রুম ছাড়াও মালিশ করানোর ব্যবস্থা রয়েছে তাতে। এ ছাড়া, রূপটানের জন্য আলাদা জায়গা থেকে শুরু করে দাঁতের সমস্যা হলে তা ঠিক করার জন্য বন্দোবস্তও করা হয়েছে এতে।

Advertisement

২০২০ এবং ’২১ সালের গ্রীষ্মে নাকি ‘প্রেমিক ‘র প্রাসাদে একটি কার্টিং ট্র্যাকও তৈরি করিয়েছিলেন পুতিন। আগে সেখানে হেলিপ্যাড ওঠানামার বন্দোবস্ত করা ছিল। প্রাসাদের ডান দিকে বাচ্চাদের খেলাধুলোর জন্য একটি বিশাল মাঠও রয়েছে।

প্রোয়েক্ট-এর দাবি, প্রেমিকার প্রাসাদে যাওয়ার জন্য নিজস্ব ট্রেন ব্যবহার করেন পুতিন। সে জন্য এই প্রাসাদের কাছে একটি গুপ্ত স্টেশনও গড়া হয়েছে। তার পাহারায় থাকেন পুতিনের রক্ষীরা। উপগ্রহ চিত্রে ওই গুপ্ত স্টেশনটি ধরা পড়েছে বলেও দাবি।

‘প্রেমিকা’র জন্য যে শুধু এই প্রাসাদ গড়ে দিয়েছেন পুতিন, তা নয়। রুশ সংবাদ সংস্থাটির দাবি, সোচিতে রয়্যাল পার্কের বসতি এলাকায় আলিনার জন্য একটি পেন্টহাউসও গড়ে দিয়েছেন তিনি।

প্রায় ২৮,০০০ বর্গফুটের ওই পেন্টহাউসটিতে সুইমিং পুল, সিনেমা হল, অতিথিদের বসার জন্য প্যাটিয়ো এবং হেডিপ্যাড ওঠানামার জায়গাও রয়েছে। এটিই নাকি রাশিয়ার সবচেয়ে বড় অ্যাপার্টমেন্ট।

প্রোয়েক্ট-এর দাবি, ‘রাশিয়ার মুকুটহীন রানি হলেন আলিনা।’ ফলে আলিনার জন্য এ হেন প্রাসাদ বা পেন্টহাউস গড়া হলে তাতে আশ্চর্য হওয়ার কিছু নেই।

Advertisement
Advertisement
মন্তব্য করতে ক্লিক রুন

মন্তব্য করতে লগিন করুন লগিন

রিপ্লাই দিন

আন্তর্জাতিক

গ্রেপ্তারি পরোয়ানা ঠেকাতে বাইডেনকে ফোন নেতানিয়াহুর

Avatar of author

Published

on

মার্বিন প্রেসিডেন্ট জো বাইডেন ও ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ফাইল ছবি

ফিলিস্তিনের গাজা উপত্যকায় যুদ্ধ অপরাধের দায়ে আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) গ্রেপ্তারি পরোয়ানা জারির শঙ্কার মধ্যেই টেলিফোনে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে কথা বলেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ওই ফোনালাপে সম্ভাব্য গ্রেপ্তারি পরোয়ানা ঠেকাতে মার্কিনি প্রভাব খাটানোর অনুরোধ করেছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী।

এমনই তথ্য উঠে এসেছে গত রোববার প্রকাশিত মার্কিন সংবাদমাধ্যম এক্সিওসের এক প্রতিবেদনে।

ইসরায়েলের দুই কর্মকর্তার বরাত দিয়ে  এক্সিওসের প্রতিবেদনে বলা হয়, গত রোববার প্রেসিডেন্ট বাইডেনকে টেলিফোন করেছেন নেতানিয়াহু। এ সময় তিনি পরোয়ানা জারি ঠেকাতে ওয়াশিংটনের প্রভাব খাটানোর আহ্বান জানান।

এদিকে, গ্রেপ্তারি পরোয়ানা জারির ব্ষিয়ে আইসিসির এক মুখপাত্র মার্কিন গণমাধ্যম এনবিসি নিউজকে বলেন, ‘আমরা ফিলিস্তিনের পরিস্থিতি নিয়ে একটি ‍মুক্ত ও অবাধ তদন্ত চালাচ্ছি। এ কাজের সুবিধার্থে আমাদের যে কোনো পদক্ষেপ নিতে হতে পারে। যেহেতু বিষয়টি তদন্তাধীন তাই এ নিয়ে এখন বিস্তারিত কিছু বলার সুযোগ নেই।’

প্রসঙ্গত, ২০১৪ সালে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাস এবং ইসরায়েলি বাহিনীর মধ্যে ব্যাপক সংঘাত হয়েছিল। ওইসময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধগুলো নিয়ে ২০১৯ সালে তদন্ত শুরুর ঘোষণা দেয় আইসিসি। তবে করোনা মহামারির কারণে প্রায় দেড় বছর এই কাজ স্থগিত থাকার পর ২০২১ সালের ২৩ মার্চ ফের তদন্ত শুরু করে আইসিসি।

Advertisement

এরই ধারাবাহিকতায় গত ডিসেম্বরে ইসরায়েল সফরে এসেছিলেন আইসিসির শীর্ষ প্রসিকিউটর করিম খান। ইসরায়েলি প্রশাসন ও সেনাবাহিনীর আপত্তির কারণে গাজা সফরে যেতে পারেননি তিনি।

তবে সফর শেষে ফিরে যাওয়ার আগে গণমাধ্যমকে তিনি বলেছিলেন, গত ৭ অক্টোবর হামাসের হামলা এবং তার জবাবে ইসরায়েলি বাহিনীর অভিযান কোনো স্বতঃস্ফূর্ত ঘটনা নয় এবং যেসব সহিংসতা পূর্বে হয়েছে এবং এখনও হচ্ছে, সেসব হামাস এবং আইডিএফের পূর্ব পরিকল্পিত বলে তিনি মনে করছেন। এ সংক্রান্ত কিছু সাক্ষ্যপ্রমাণও তার হাতে রয়েছে বলে উল্লেখ করেন তিনি।

করিম খানের সফরের তিন মাস পর এই গ্রেপ্তারি পরোয়ানা জারির প্রক্রিয়া আইসিসি শুরু করেছে বলে জানা গেছে। আর আইসিসির এই তৎপরতা নিয়েই উদ্বেগে পড়েছে ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু ও তার সরকার।

পুরো পরতিবেদনটি পড়ুন

আন্তর্জাতিক

মদিনায় ভারী বৃষ্টিপাতে আকস্মিক বন্যা, ডুবেছে সড়ক

Avatar of author

Published

on

বৃষ্টির পর পবিত্র মসজিদে নববী। ফাইল ছবি

সৌদি আরবের মদিনায় ভারী বৃষ্টিপাত হয়েছে। এতে শহরের বেশ কিছু এলাকায় আকস্মিক বন্যা দেখা দেয়। পার্শ্ববর্তী দেশ সংযুক্ত আরব আমিরাত ও ওমানের পর সৌদি আরবেও দফায় দফায় একই ধরনের বৃষ্টি হচ্ছে।

সোমবার ভারী বৃষ্টিতে ভিজেছে মদিনায় মুসলমানদের পবিত্র মসজিদে নববী। সোস্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়,  মসজিদে নববীতে বৃষ্টির পরিমাণ এতই বেশি ছিল যে মসজিদটিতে যে ছাউনিগুলো আছে সেগুলো বেয়ে বেয়ে সজোরে পানি নিচে নেমে আসে। আর নেমে আসা পানিতে শিশুরা খেলা করছে। মদিনার আল ইসে সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয়েছে বলে স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়।

মদিনার জন্য সর্বোচ্চ সতর্কতা জারি করেছে সৌদির জাতীয় আবহাওয়া কেন্দ্র। আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, মদিনায় আরও বজ্রসহ বৃষ্টি এবং ঝোড়ো হাওয়া বইয়ে যেতে পারে।

ভারী বৃষ্টিতে সৃষ্ট আকস্মিক বন্যার পানিতে অনেক জায়গায় সড়ক ডুবে গেছে। অনেক জায়গায় সড়কে গাড়ি পানিবন্দি হয়ে থাকতে দেখা যায়। বৃষ্টির পানিতে রাস্তাঘাট বন্ধ হয়ে গেছে, ক্ষাতিগ্রস্ত হয়েছে অবকাঠামো। বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত সাধারণ মানুষকে সহায়তায় জরুরি সেবার কর্মকর্তা ও কর্মচারীরা কাজ শুরু করেন বলে গালফ নিউজের প্রতিবেদনে বলা হয়।

মদিনা অঞ্চলের সিভিল ডিফেন্স অধিদপ্তর সাধারণ মানুষকে সতর্ক থাকার অনুরোধ করেছে। বৃষ্টির সময় উপত্যকা এবং জলাধারগুলো থেকে স্থানীয়দের দূরে থাকার পরামর্শও দিয়েছে তারা।

Advertisement
পুরো পরতিবেদনটি পড়ুন

আন্তর্জাতিক

গ্রেপ্তারি পরোয়ানা শঙ্কার মধ্যেই হুঙ্কার দিলেন ইসরাইলের প্রধানমন্ত্রী

Avatar of author

Published

on

ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ফাইল ছবি

ফিলিস্তিনের গাজা উপত্যকায় যুদ্ধ অপরাধের দায়ে আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) গ্রেপ্তারি পরোয়ানা জারির শঙ্কার মধ্যেই আগাম হুঁশিয়ারি দিয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তিনি বলেছেন, তার বিরুদ্ধে গ্রেফ্তারি পরোয়ানা জারি হলে তা হবে ঐতিহাসিক কেলেঙ্কারি।

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। প্রতিবেদনে বলা হয়, ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, ‘গাজা উপত্যকায় হামাসের বিরুদ্ধে যুদ্ধ পরিচালনার অভিযোগে আইডিএফ (ইসরাইলি প্রতিরক্ষা বাহিনী) কমান্ডার ও রাষ্ট্রীয় নেতাদের বিরুদ্ধে যুদ্ধাপরাধের জন্য আন্তর্জাতিক অপরাধ আদালত গ্রেফতারি পরোয়ানা জারি করতে পারে। এই আশঙ্কা যদি বাস্তবে সত্য হয় তবে  তা হবে একটি ঐতিহাসিক মাপের কেলেঙ্কারি।’

তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘একটি বিষয় আমি পরিষ্কার করতে চাই, হেগ বা অন্য কোথাও নেওয়া কোনো সিদ্ধান্তই হামাসের বিরুদ্ধে যুদ্ধের সব লক্ষ্য অর্জনে আমাদের সংকল্পকে বাধাগ্রস্ত করতে পারবে না। সব ইসরাইলি জিম্মিদের মুক্তি, হামাসের বিরুদ্ধে সম্পূর্ণ বিজয় এবং ইসরাইলের জন্য গাজা আর কখনও হুমকি হয়ে উঠতে পারবে না তা নিশ্চিত করাই আমাদের লক্ষ্য।’

পুরো পরতিবেদনটি পড়ুন

জাতীয়

জাতীয়2 hours ago

খালেদা জিয়াকে ফের হাসপাতালে ভর্তি করা হয়েছে

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে আবারও রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছে। বুধবার (১ মে) রাত সাড়ে ৯টার দিকে বিএনপির ভাইস...

অপরাধ6 hours ago

‘মিল্টন সমাদ্দারকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হবে’

‘চাইল্ড অ্যান্ড ওল্ড এইজ কেয়ার’ নামে একটি বেসরকারি  প্রতিষ্ঠানের চেয়ারম্যান মিল্টন সমাদ্দারের বিরুদ্ধে অজস্র অভিযোগ রয়েছে।এসব অভিযোগের পরিপ্রেক্ষিতে তাকে রিমান্ডে...

অপরাধ6 hours ago

শিশুকে ধর্ষণ-হত্যার বর্ণনা দিতে গিয়ে অশ্রুসিক্ত র‍্যাব কর্মকর্তা

কুমিল্লায় ৯ বছর বয়সী তৃতীয় শ্রেনি পড়ুয়া এক শিশুকে ধর্ষণের পর হত্যার বর্ণনা দিতে গিয়ে অশ্রুসিক্ত হয়ে পড়লেন  র‌্যাব-১১-এর অধিনায়ক...

অপরাধ6 hours ago

মিল্টন সমাদ্দারকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করছে ডিবি

‘চাইল্ড অ্যান্ড ওল্ড এইজ কেয়ার’ নামে একটি বেসরকারি আশ্রয়কেন্দ্রের প্রতিষ্ঠাতা মিল্টন সমাদ্দারকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ...

অপরাধ7 hours ago

ডিবির হাতে আটক মিল্টন সমাদ্দার

‘চাইল্ড অ্যান্ড ওল্ড এইজ কেয়ার’ আশ্রমের চেয়ারম্যান মিল্টন সমাদ্দারকে আটক করেছে ডিবি পুলিশ। মিরপুরে দক্ষিণ পাইকপাড়ার আশ্রম থেকে মিল্টন সমাদ্দারকে...

জাতীয়8 hours ago

সংসদের দ্বিতীয় অধিবেশন বৃহস্পতিবার

শুরু হতে যাচ্ছে দ্বাদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশন। রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন সংবিধান অনুযায়ী গেলো ১৫ এপ্রিল এ অধিবেশনের আহ্বান করেন।...

বাংলাদেশ8 hours ago

বিএনপি কখনো পরাজিত হবে না : ফখরুল

বিএনপিকে ধ্বংস করা যাবে না। বিএনপি হচ্ছে ফিনিক্স পাখির মতো। বিএনপি অতীতেও পরাজিত হয়নি,ভবিষ্যতেও পরাজিত হবে না। আজকে এমন একটি...

জাতীয়10 hours ago

ওআইসি সম্মেলনে যোগ দিচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদ

গাম্বিয়ার রাজধানী বানজুলে ইসলামি সহযোগিতা সংস্থার (ওআইসি) সম্মেলনের ১৫তম অধিবেশনে যোগ দিচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ। ইউরোপ সফর শেষ করেই...

দুর্ঘটনা11 hours ago

শিশুসহ নারীকে পিষে দিলো বাস

রাজধানীর মিরপুরের পূরবী সিনেমা হলের সামনের রাস্তায় বাসের ধাক্কায় কোলে থাকা শিশুসহ এক নারী নিহত হয়েছেন। নিহতরা সম্পর্কে ফুপু ও...

প্রধানমন্ত্রী-শেখ-হাসিনা প্রধানমন্ত্রী-শেখ-হাসিনা
জাতীয়14 hours ago

প্রতিষ্ঠানের মালিকদের বিলাসিতা কমাতে হবে : প্রধানমন্ত্রী

আওয়ামী লীগ যতবার ক্ষমতায় এসেছে, ততবার শ্রমিকদের মজুরি বাড়িয়েছে। বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় কারখানা বা প্রতিষ্ঠান মালিকদের বিলাসিতা...

Advertisement
জাতীয়2 hours ago

খালেদা জিয়াকে ফের হাসপাতালে ভর্তি করা হয়েছে

ঢালিউড3 hours ago

‘বিয়ে নিয়ে আগে শাকিব স্টেটমেন্টস দিবে, তারপর আমি বলবো’

আন্তর্জাতিক4 hours ago

গ্রেপ্তারি পরোয়ানা ঠেকাতে বাইডেনকে ফোন নেতানিয়াহুর

ফুটবল5 hours ago

যে কৌশলে বোকা হলো বায়ার্ন ডিফেন্ডাররা

ঢালিউড5 hours ago

জায়েদ খানের অভিনয় নিয়ে যে কথা বললেন পূজা চেরী

ফুটবল5 hours ago

রোনালদো ও ডি ব্রুইনাদের পাশে ভিনিসিয়াস

অপরাধ6 hours ago

‘মিল্টন সমাদ্দারকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হবে’

অপরাধ6 hours ago

শিশুকে ধর্ষণ-হত্যার বর্ণনা দিতে গিয়ে অশ্রুসিক্ত র‍্যাব কর্মকর্তা

অপরাধ6 hours ago

মিল্টন সমাদ্দারকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করছে ডিবি

বিএনপি7 hours ago

‘আওয়ামী লীগই বাংলাদেশে তাপপ্রবাহ সৃষ্টি করেছে’

উত্তর আমেরিকা7 days ago

সামনে ‘যুদ্ধবিরোধী’ কুমির, আটকে গেলো মার্কিন বিমান (ভিডিও)

ব্যারিস্টার-সুমন
আইন-বিচার2 weeks ago

বেনজীরের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ নিয়ে যা বললেন ব্যারিস্টার সুমন

প্রধানমন্ত্রী-শেখ-হাসিনা
জাতীয়1 month ago

গায়ের চাদর না পুড়িয়ে বউদের ভারতীয় শাড়ি পোড়ান: প্রধানমন্ত্রী

ফুটবল1 month ago

ইংল্যান্ডকে হারিয়ে ব্রাজিল কোচ জানালেন এটা মাত্র শুরু

টুকিটাকি1 month ago

জিলাপির প্যাঁচে লুকিয়ে আছে যে রহস্য!

অর্থনীতি2 months ago

বাজারে লেবুর সরবরাহ বেশি, তবুও দাম চড়া

রেশমা
বাংলাদেশ2 months ago

রাজধানীতে অচেতন অবস্থায় উদ্ধার কিশোরীর ঠিকানা খুঁজছে পুলিশ

হলিউড2 months ago

নীল দুনিয়ায় অভিনেত্রী সোফিয়ার রহস্যজনক মৃত্যু

ফুটবল2 months ago

জামালকে ঠিকঠাক বেতন দেয়নি আর্জেন্টাইন ক্লাব

টুকিটাকি2 months ago

রণবীরের ‘অ্যানিম্যাল’ দেখে শখ, মাইনাস ২৫ ডিগ্রিতে বসলো বিয়ের আসর

সর্বাধিক পঠিত