আর্কাইভ থেকে ক্রিকেট

বাংলাদেশের বিপক্ষে দলে পরিবর্তন আনলো আয়ারল্যান্ড

বাংলাদেশের বিপক্ষে দলে পরিবর্তন আনলো আয়ারল্যান্ড
টাইগারদের বিপক্ষে পূর্ণাঙ্গ সিরিজ খেলতে চলতি মাসে বাংলাদেশ সফরে আসবে আয়ারল্যান্ড। সাকিবদের বিপক্ষে তিনটি করে  ওয়ানডের ও টি-২০ ম্যাচ খেলবে আইরিশরা। এরপর মাঠে গড়াবে সাদা জার্সির একমাত্র টেস্টের সিরিজ। বাংলাদেশ সফরের জন্য দল ঘোষণা করেছে আয়ারল্যান্ড ক্রিকেট বোর্ড। ঘোষিত দলে আনা হয়েছে একটি করে পরিবর্তন। আইরিশদের নিয়মিত খেলোয়াড় জসুয়া লিটলের জায়গায় ওয়ানডে দলে ডাক পেয়ছেন ফিওন হ্যান্ডকে। টি-২০ দলেও ডাকা হয়েছে ফিওন হ্যান্ডকেই। ইনজুরিতে সংক্ষিপ্ত সংস্করণে দল থেকে বাদ পড়েছেন কনর অলফার্ট। ওয়ানডে, টি-২০ মতো টেস্ট দলেও ডাক পেয়ছেন ২৪ বছর বয়সী পেস অলরাউন্ডার হ্যান্ড। যদিও টেস্ট দল থেকে কেউ বাদ পড়েননি। উল্লেখ্য, আগামী ১২ মার্চ বাংলাদেশে পৌঁছানোর কথা আইরিশাদের। ১৮ মার্চ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে মুখোমুখি হবে দুই দল। ২০ ও ২৩ মার্চ অনুষ্ঠিত হবে ওয়ানডে সিরিজের বাকি দুই ম্যাচ। ওয়ানডে সিরিজ অনুষ্ঠিত হবে সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে। এরপর ২৭, ২৯ ও ৩১ মার্চ মাঠে গড়াবে টি-২০ সিরিজের ম্যাচগুলো। টি-২০ সিরিজ চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। এরপর ঢাকায় অনুষ্ঠিত হবে একমাত্র টেস্ট। ওয়ানডে দল: আন্দ্রে বালবির্নি, মার্ক এডায়ার, কার্টুস কাম্পার, গ্যারেথ ডিলানি, জর্জ ডকরেল, স্টিফেন দোহেনি, গ্রাহাম হিউম, ম্যাথু হাম্পিরেস, ফিওন হ্যান্ড, আন্দ্রে ম্যাকব্রিনি, বেরি ম্যাককার্টি, পল র্স্টালিং, হ্যারি টেক্টর, লরকান টাকার, বেন হোয়াইট। টি-২০ দল: আন্দ্রে বালবির্নি, মার্ক এডায়ার, রস এডায়ার, কার্টুস কাম্পার, গ্যারেথ ডিলানি, জর্জ ডকরেল, গ্রাহাম হিউমি, ম্যাথু হাম্পিরেস, ফিওন হ্যান্ড, বেরি ম্যাককার্টি, পল র্স্টালিং, হ্যারি টেক্টর, লরকান টাকার, বেন হোয়াইট, ক্রেগ ইয়ং। টেস্ট দল: আন্দ্রে বালবির্নি, মার্ক এডায়ার, কার্টুস কাম্পার, মুরি কামিন্স, জর্জ ডকরেল, গ্রাহাম হিউম, ম্যাথু হাম্পিরেস, আন্দ্রে ম্যাকব্রিনি, বেরি ম্যাককার্টি, জেমস ম্যাককালাম, পিজে মুর, হ্যারি টেক্টর, লরকান টাকার, বেন হোয়াইট, লিওন হ্যান্ড।  

এ সম্পর্কিত আরও পড়ুন বাংলাদেশের | বিপক্ষে | দলে | পরিবর্তন | আনলো | আয়ারল্যান্ড