আর্কাইভ থেকে আবহাওয়া

দুইদিন বৃষ্টিসহ বজ্রপাত হতে পারে

দুইদিন বৃষ্টিসহ বজ্রপাত হতে পারে
দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি ও বজ্রপাত হতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। আগামী ২৪ ঘণ্টার আবহাওয়ার আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে। চট্টগ্রাম বিভাগে রাতের তাপমাত্রা কিছুটা কমতে পারে। সোমবার (১৩ মার্চ) রাতে আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ আবদুল হামিদ গণমাধ্যমে এ তথ্য জানান। দেশের বিভিন্ন এলাকায় তাপমাত্রা বেড়েছে, এ অবস্থায় চট্টগ্রাম বিভাগের ওপর দিয়ে মৃদু দাবদাহ বয়ে যাচ্ছে জানিয়ে এ আবহাওয়াবিদ বলেন, তবে মঙ্গলবার (১৪ মার্চ) থেকে তা কিছু কিছু এলাকায় প্রশমিত হতে পারে। উল্লেখ্য, ঢাকা শহরের ওপর দিয়েও কালবৈশাখী ঝড় অতিবাহিত হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জেলায় ৩০ থেকে ৭০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে।  

এ সম্পর্কিত আরও পড়ুন দুইদিন | বৃষ্টিসহ | বজ্রপাত | হতে | পারে