আর্কাইভ থেকে অপরাধ

চকবাজারে বিষাক্ত কেমিক্যালে তৈরি নকল প্রসাধনীর ছড়াছড়ি

চকবাজারে বিষাক্ত কেমিক্যালে তৈরি নকল প্রসাধনীর ছড়াছড়ি
রাজধানীর চকবাজারে নামীদামী ব্র্যান্ডের নকল প্রসাধনী তৈরির অভিযোগের ভিত্তিতে অভিযান পরিচালনা করেছে ভোক্তা অধিদপ্তর। রং ফর্সাকারী  ‘স্কিন সাইন’ নামে  নকল প্রসাধনী তৈরির কারণে দুইজন দোকান মালিককে জরিমানা করা হয়েছে। তবে অভিযান পরিচালনার সময় বাধার মুখে পড়তে হয় অভিযান পরিচালনাকারী ওই দলকে। এ সময় বাজারের সকল ব্যবসায়ী ‘ভূয়া’ ‘ভূয়া’ বলে স্লোগান দিতে থাকেন। বৃহস্পতিবার (৩০ মার্চ) দুপুরের পর চকবাজারে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ‘ভেজাল বিরোধী’ অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযানে নকল প্রসাধনী তৈরিকারী দুটি দোকানকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। অভিযানে নেতৃত্ব প্রদান করেন সহকারী পরিচালক মো. আব্দুল জব্বার মন্ডল বলেন, এসব কারখানায় নানা বিষাক্ত কেমিক্যাল মিশ্রণ করে রং ফর্সাকারী নানা ক্রিম তৈরি করা হচ্ছে এমন অভিযোগের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়েছে। তিনি আরও বলেন, নিষিদ্ধ ঘোষিত কেমিক্যাল দিয়ে প্রসাধনী তৈরির জন্য দুইজন দোকান মালিককে পঞ্চাশ হাজার করে এক লাখ টাকা জারিমানা করা হয়েছে।      

এ সম্পর্কিত আরও পড়ুন চকবাজারে | বিষাক্ত | কেমিক্যালে | তৈরি | নকল | প্রসাধনীর | ছড়াছড়ি