তৈরি পোশাকসহ বাংলাদেশি অন্যান্য পণ্যের আমদানি বাড়াতে রাশিয়ার প্রতি আহবান জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
মঙ্গলবার (২৭ আগস্ট) বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ঢাকায় নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আলেক্সান্ডার মান্টিটস্কির সঙ্গে সাক্ষাৎকালে তিনি এ আহ্বান জানান।
সাক্ষাৎকালে রুশ রাষ্ট্রদূত জানান, আন্তর্জাতিক আঙ্গনে বাংলাদেশের প্রতি সমর্থন অব্যাহত রাখবে রাশিয়া।
সাক্ষাৎকালে রাশিয়ার কারিগরি ও আর্থিক সহায়তায় রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণ এবং খাদ্য নিরাপত্তা, জ্বালানি অনুসন্ধান এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ে সহযোগিতা বৃদ্ধির বিষয়টি নিয়ে আলোচনা হয়।
প্রধান উপদেষ্টা বাংলাদেশের গৌরবময় স্বাধীনতা যুদ্ধে রাশিয়ার ভূমিকা এবং চট্টগ্রাম বন্দরে এর গুরুত্বপূর্ণ মাইন পরিষ্কার কার্যক্রমের কথা স্মরণ করেন। এসময় বাংলাদেশ থেকে তৈরি পোশাকসহ অন্যান্য পন্য আমদানি বাড়ানোর জন্য রুশ রাষ্ট্রদূতকে আহবান জানান।
সাক্ষাৎকালে রুশ রাষ্ট্রদূত বলেন, রাশিয়া বাংলাদেশের একটি গুরুত্বপূর্ণ অর্থনৈতিক অংশীদার। কারণ এটি দেশে গুরুত্বপূর্ণ খাদ্যশস্য ও সার রপ্তানি করে। গত বছর রাশিয়া বাংলাদেশে ২.৩ মিলিয়ন টনের বেশি গম রপ্তানি করেছিল এবং এ বছর চালান দুই মিলিয়ন টন ছাড়িয়েছে।
রাষ্ট্র পরিচালিত রাশিয়ান জ্বালানি কোম্পানি গ্যাজপ্রম ভোলা দ্বীপে আরও পাঁচটি গ্যাস কূপ এবং অভ্যন্তরীণ আরও কূপ অনুসন্ধানের আগ্রহ প্রকাশ করেছে।’
আলেক্সান্ডার মান্টিটস্কি আরও বলেন, ‘রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের নির্মাণ কাজ শেষ পর্যায়ে রয়েছে এবং আগামী বছর এটি চালু হবে বলে আশা করা হচ্ছে। রাশিয়াও বাংলাদেশে এলএনজি রপ্তানি করতে আগ্রহী।’
রুশ রাষ্ট্রদূতের সেঙ্গে সাক্ষাৎকালে দুই দেশের অর্থনৈতিক ও শিক্ষা সহযোগিতা এবং জনগণের জনগণের সম্পর্কের প্রসারের ওপরও জোর দেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা।
এমআর//