No Need

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র

শেখ হাসিনার ৫০০ কোটি ডলার ঘুষ নেওয়ার বিষয়টি গুজব: রুশ রাষ্ট্রদূত

বায়ান্ন প্রতিবেদন

ঢাকায় নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আলেক্সান্ডার মান্টিটস্কি। ছবি: ফাইল

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র প্রকল্প থেকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৫০০ কোটি ডলার ঘুষ দেয়ার তথ্য পুরোপুরি মিথ্যা ও গুজব বলে দাবি করেছেন ঢাকায় নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আলেক্সান্ডার মান্টিটস্কি।  নতুন অন্তর্বর্তী সরকারকে রাশিয়া ভবিষ্যতে সব ধরনের আর্থিক সহায়তা এবং বাংলাদেশের পাশে থাকবে বলেও জানান আলেক্সান্ডার ম্যান্টিটস্কি।

রোববার (২৫ আগস্ট) রাজধানীর শেরেবাংলা নগরে এনইসি সম্মেলন কক্ষে অন্তর্বর্তী সরকারের অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদের সঙ্গে বৈঠক শেষে  সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।  

রুশ রাষ্ট্রদূত বলেন, ‘পাঁচ বিলিয়ন ডলার একটি বড় অঙ্কের অর্থ, যেখানে প্রকল্পের কাজ এখনও চলমান, সেখান থেকে এত বেশি অর্থ হাতিয়ে নেওয়ার সুযোগ নেই।’

আলেক্সান্ডার মান্টিটস্কি।বলেন, ‘আমরা কি এতই পাগল হয়ে গেছি যে একজনকে ৫০০ কোটি ডলার দেবো! ইটস রিউমারস অ্যান্ড কমপ্লিটলি ফলস।  গত জানুয়ারিতে বাংলাদেশের দ্বাদশ সংসদ নির্বাচনের আগেই এই গুজবের প্লট তৈরি করা হয়েছিল বলে জানান রাশিয়ান রাষ্ট্রদূত।

এমআর//

এ সম্পর্কিত আরও পড়ুন ঘুষ | পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র