অপরাধ

বিজিবির ওপর ভারতীয় চোরাকারবারিদের হামলা, মাদক উদ্ধার

বায়ান্ন প্রতিবেদন

সাতক্ষীরার কলারোয়া উপজেলায় তলুইগাছা সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যদের ওপর ভারতীয় চোরাকারবারিদের হামলার ঘটনা ঘটেছে। এসময় হামলা ঠেকাতে বিজিবি সদস্যরা গুলি ছুড়লে,  চোরাকারবারিরা মাদকের চালান ফেলে পালিয়ে যায়।

শনিবার (২৫ আগস্ট)  রাত ২টার দিকে এ ঘটনা ঘটে বলে গণমাধ্যমকে জানিয়েছেন সাতক্ষীরা বিজিবি–৩৩ ব্যাটালিয়নের অধিনায়ক আশরাফুল হক।

বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তলুইগাছা বিজিবির সদস্যরা নটিজঙ্গল নামক স্থানে অবস্থান নেয়। এসময় ভারতীয় ৫-৬ জন চোরাকারবারি মাথায় করে বস্তাভর্তি অবৈধ মালামাল বহন করে বাংলাদেশ সীমান্তের দিকে অগ্রসর হতে থাকে।

একপর্যায়ে তারা বাংলাদেশ সীমান্ত অতিক্রম করে সামনে অগ্রসর হলে বিজিবি টহল দল তাদেরকে ধাওয়া করে। কিন্তু তারা পিছু না হটে ধারাল অস্ত্র দেখিয়ে বিজিবির ওপর হামলা করার চেষ্টা করে। এসময় চোরাকারবারীদের হামলা ঠেকাতে বিজিবি ৫ রাউন্ড গুলি নিক্ষেপ করে। এতে চোরাকারবারিরা ভারতের ভেতরে একটি বাগানে পালিয়ে যায়।

পরে বিজিবি সদস্যরা ঘটনাস্থল থেকে ২৫২ বোতল ভারতীয় ফেনসিডিল, ৫১ বোতল মদ ও ২ টি ধারাল হাসুয়া (দা) উদ্ধার করে।

আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন বিজিবি