আর্কাইভ থেকে জাতীয়

সরকারের সিদ্ধান্তকে পাত্তা দিচ্ছে না, চলছে ভাড়া নৈরাজ্য : যাত্রী কল্যাণ সমিতি

সরকারের সিদ্ধান্তকে পাত্তা দিচ্ছে না, চলছে ভাড়া নৈরাজ্য : যাত্রী কল্যাণ সমিতি

সরকারের সিদ্ধান্ত ও মালিক সমিতির নেতাদের আদেশকে পাত্তাই দিচ্ছেন না বাস মালিক ও চালকরা। ভ্রূক্ষেপ নেই সড়ক পরিবহনমন্ত্রীর হুঙ্কারেও। রাস্তায় অনেকটা আগের মতোই চলছে ভাড়া নৈরাজ্য। বললেন বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মোজাম্মেল হক চৌধুরী।

মোজাম্মেল হক বলেন, বাসের গায়ে ‘ডিজেল চালিত’ লেখা স্টিকার চোখে পড়লেও এখনও দেখা যায়নি একটি ‘সিএনজি চালিত’স্টিকার। বিআরটিএর অভিযানে বাসের চালনায় অনিয়ম ধরা পড়লেও রুট পারমিট বাতিল হয়নি কোনও পরিবহনের।

তিনি বলেন, যাত্রীদের অভিযোগ, যার কাছে যেভাবে পারছে ভাড়া আদায় করা হচ্ছে। এদিকে সচেতন যাত্রীদের চাপে বেশি ভাড়া আদায় করতে না পারায় বাস পরিচালনা বন্ধ রেখেছেন বেশ কিছু পরিবহন মালিক। এতে বাসের সংকটে ভোগান্তিতে পড়তে দেখা গেছে যাত্রীদের।

এ সম্পর্কিত আরও পড়ুন সরকারের | সিদ্ধান্তকে | পাত্তা | দিচ্ছে | চলছে | ভাড়া | নৈরাজ্য | | যাত্রী | কল্যাণ | সমিতি