Connect with us

ক্রিকেট

নিউজিল্যান্ডের বিপক্ষে জয় দিয়ে পাকিস্তানের সিরিজ শুরু

Avatar of author

Published

on

ওপেনার ফখর জামানের সেঞ্চুরিতে নিউজিল্যান্ডের বিপক্ষে জয় দিয়ে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ শুরু করেছে স্বাগতিক পাকিস্তান। রাতে সিরিজের প্রথম ওয়ানডেতে পাকিস্তান ৫ উইকেটে হারিয়েছে নিউজিল্যান্ডকে। ১১৭ রানের ম্যাচ জয়ী ইনিংস খেলেন ফখর। ড্যারিল মিচেলের ১১৩ রানের ইনিংসেও হার এড়াতে পারেনি নিউজিল্যান্ড।

ওয়ানডে ইতিহাসের তৃতীয় দল হিসেবে ৫শতম জয়ে নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল পাকিস্তান। ওয়ানডেতে ৫শ জয় পাওয়া অন্য দুই দল হলো- অস্ট্রেলিয়া (৫৯৪) ও ভারত (৫৩৯)।

রাওয়ালপিন্ডিতে টস জিতে প্রথমে বোলিং বেছে নেয় পাকিস্তান। ব্যাট হাতে উইল ইয়ংয়ের সাথে নিউজিল্যান্ডকে ৪৮ রানের সূচনা এনে দিয়ে থামেন চাদ বোয়েস। ১৮ রান করেন তিনি। দ্বিতীয় উইকেটে মিচেলকে নিয়ে ১০১ বলে ১০২ রানের জুটি গড়ে দলের রানের চাকা সচল রাখেন ইয়ং। সেঞ্চুরির সম্ভাবনা জাগিয়ে পাকিস্তানের স্পিনার শাদাব খানের বলে ব্যক্তিগত ৮৬ রানে আউট হন ইয়ং।  ৭৮ বলের ইনিংসে ৮টি চার ও ২টি ছক্কা মারেন ইয়ং।

ইয়ং ফেরার পর অধিনায়ক টম লাথামকে নিয়ে নিউজিল্যান্ডের স্কোর ২শ পার করেন মিচেল। জুটিতে ৭৯ বলে ৭২ রানও উঠলেও ব্যাট হাতে সাবলীল ছিলেন না লাথাম। ৩৬ বলে ২০ রানে ফিরেন তিনি। অন্যপ্রান্তে ১০৩ বল খেলে ওয়ানডে ক্যারিয়ারের দ্বিতীয় সেঞ্চুরির দেখা পান   মিচেল।

মিচেলের সেঞ্চুরিতে ৩শর বেশি রান করার পথে ছিলো নিউজিল্যান্ড। কিন্তু পরের দিকের ব্যাটাররা দ্রুত রান তুলতে না পারলে ৫০ ওভারে ৭ উইকেটে ২৮৮ রানের সংগ্রহ পায় কিউইরা। ১১টি চার ও ১টি ছক্কায় ১১৫ বলে ১১৩ রান করে মিচেল  পাকিস্তানের পেসার শাহিন শাহ আফ্রিদির শিকার হন । পাকিস্তানের আফ্রিদি-নাসিম শাহ ও হারিস রউফ ২টি করে উইকেট নেন।

Advertisement

২৮৯ রানের টার্গেটে পাকিস্তানকে দারুন সূচনা এনে দেন দুই ওপেনার ফখর ও ইমাম উল হক। ১৯তম ওভারে শতরান পূর্ণ করেন তারা। ৬৫ বলে ৬০ রান করা ইমামকে শিকার করে ২২তম ওভারে পাকিস্তানের উদ্বোধনী জুটি ভাঙ্গেন নিউজিল্যান্ডের স্পিনার ইশ সোধি।

দলীয় ১২৪ রানে ইমামের আউটের পর পাকিস্তানের রানের চাকা ঘুড়িয়েছেন ফখর ও অধিনায়ক বাবর আজম। ৮৪ বলে ৯০ রানের জুটি গড়েন তারা। এই জুটিতেই ৯৯ বলে ওয়ানডে ক্যারিয়ারের নবম সেঞ্চুরির দেখা পান ফখর।

ফখরের সেঞ্চুরির পর বাবর ৪৯ ও চার নম্বরে নামা শান মাসুদ ১ রানে বিদায় নেন। নিউজিল্যান্ডের স্পিনার রাচিন রবীন্দ্রর শিকার হবার আগে ১১৪ বল খেলে ১৩টি চার ও ১টি ছক্কায় ১১৭ রান করেন ফখর।

দলীয় ২৫৫ রানে ফখর ফিরলে ৩৪ বলে ৪২ রানের দায়িত্বশীল ইনিংস খেলে ৯ বল বাকী থাকতে পাকিস্তানের জয় নিশ্চিত করেন উইকেটরক্ষক মোহাম্মদ রিজওয়ান। নিউজিল্যান্ডের মিলনে ২ উইকেট নেন। ম্যাচ সেরা হন ফখর।

Advertisement
Advertisement
মন্তব্য করতে ক্লিক রুন

মন্তব্য করতে লগিন করুন লগিন

রিপ্লাই দিন

ক্রিকেট

নিউজিল্যান্ড দলকে বিদায় দিতে এলেন সেই দুই শিশু

Published

on

টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে দেশ ছেড়েছে নিউজিল্যান্ড। দলটিকে বিদায় দিতে এসেছিলেন আনগুস ও মাতিলদা। দুই শিশু, যারা কিউই স্কোয়াড ঘোষণার সময় থেকে পরিচিত। বিশ্বকাপ দল ঘোষণার অভিনব আয়োজনের বিষয়টি খুব জনপ্রিয় হয়ে উঠছে। যেখানে নিউজিল্যান্ড যেন বরাবরই চমক দিয়ে থাকে। এবারও কিছুটা ভিন্নধর্মী উপায়ে বিশ্বকাপের দল ঘোষণা করে তারা।

নিউজিল্যান্ড দলের বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা করেছে দুই শিশু। একজন ছেলে, অন্যজন মেয়ে। নির্বাচকরা সাধারণত যেভাবে সংবাদ সম্মেলনে বসে দল ঘোষণা করে, সেভাবেই কাজটি করেছে তারা।

Advertisement

এই ঘটনার পর বেশ প্রশংসিত ছিল তারা। ক্রিকেট-প্রেমীরা পছন্দ করে নিউজিল্যান্ডের এমন পদ্ধতিতে দল ঘোষণা। এই দুই শিশু এবার আসেন এয়ারপোর্টে, যেখানে বিশ্বকাপের উদ্দেশ্যে উড়াল দিতে যাওয়া নিউজিল্যান্ড দলকে বিদায় দেন তারা।

সেখানেও কিছু মজার মুহূর্ত তৈরি হয়। খেলোয়াড়েরা তাদের প্রশংসা করেন। আনগুস ও মাতিলদা’কে বলেন, তারা দল ঘোষণার কাজটি খুব ভালোভাবে সম্পন্ন করেছে। এই দুই শিশু আবার খেলোয়াড়দের কাছে জানতে চায়, তারা কী সিনেমা দেখবে ফ্লাইটে থাকাকালীন।

 

এম/এইচ

Advertisement
পুরো পরতিবেদনটি পড়ুন

ক্রিকেট

প্রস্তুতি ম্যাচে শ্রীলঙ্কাকে হারিয়ে দিলো নেদারল্যান্ডস

Published

on

শ্রীলঙ্কাকে ২০ রানে হারিয়েছে নেদারল্যান্ডস। যদিও প্রস্তুতি ম্যাচ, তবুও অনেকখানি গুরুত্ব থেকে যায়। টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ অবস্থান করছে গ্রুপ-ডি’তে। যেখানে একই গ্রুপে আছে শ্রীলঙ্কা ও নেদারল্যান্ডস। মঙ্গলবার (২৮) বৃষ্টির কারণে প্রস্তুতি ম্যাচ খেলতে পারেনি বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র।

ফ্লোরিডায় শ্রীলঙ্কার বিপক্ষে প্রথমে ব্যাট করতে নামে নেদারল্যান্ডস। নির্ধারিত ২০ ওভার ব্যাট করে ৫ উইকেট হারিয়ে ১৮১ রান করে দলটি। জবাবে ব্যাট করতে নেমে ১৮.৩ ওভারে ১৬১ রানে অলআউট হয় লঙ্কানরা। বিশ্বকাপে গ্রুপ ডি’তে নেদারল্যান্ডস, শ্রীলঙ্কা, নেপাল, দক্ষিণ আফ্রিকার সাথে আছে বাংলাদেশ।

বাংলাদেশ স্বাভাবিকভাবে নেদারল্যান্ডসের সাথে জিততে চাইবে। সেখানে একরম সতর্কতা বোধ করতে পারে তারা। নেদারল্যান্ডস স্বভাবতই ভালো টি-টোয়েন্টি খেলে থাকে। যার প্রমাণ বহুবার মিলেছে। দক্ষিণ আফ্রিকা দলটিকে ২০২২ টি-টোয়েন্টি বিশ্বকাপ এবং ২০২৩ ওডিআই বিশ্বকাপ, দুই টুর্নামেন্টে হারিয়ে দিয়েছিল ডাচরা।

বাংলাদেশ গ্রুপ পর্বের সমীকরণ সাজানোর আগে আরও সচেতন হবে। কারণ টি-টোয়েন্টি ক্রিকেটে কারও সাথেই পারফর্ম করা খুব সহজ কিছু হবে না।

 

Advertisement

এম/এইচ

পুরো পরতিবেদনটি পড়ুন

ক্রিকেট

প্রতিটি ম্যাচ শক্তি অনুযায়ী খেলতে পারলে ফল আসবে: শান্ত

Published

on

‘দ্য গ্রিন রেড স্টোরি’- বাংলাদেশ দলের খেলোয়াড়দের সাক্ষাৎকার নেওয়া হচ্ছে, যা সাধারণ দর্শকরা দেখছে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পেজ থেকে ভিডিওগুলো প্রকাশ পাচ্ছে। আজ (২৯ মে) যে সাক্ষাৎকার প্রকাশিত হয়েছে, সেখানে বাংলাদেশ দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত নিজের অভিব্যক্তি, ভাবনা, অধিনায়কত্ব; সবকিছু নিয়ে কথা বলেছেন।

বাংলাদেশ দলের সম্ভাবনা নিয়ে অধিনায়কের কাছে প্রশ্ন আসে সবসময়। দর্শকেরা মুখিয়ে থাকেন। দলের সম্ভাবনা নিয়ে অধিনায়ক কী বক্তব্য দেয়, তার দিকে চাতক পাখির মতো তাকিয়ে থাকেন গণমাধ্যমগুলো। এটি জানা সবসময় গুরুত্বপূর্ণ। অধিনায়ক কী ভাবছেন, তার উপর অনেক কিছুই নির্ভর করে।

নাজমুল হোসেন বলেন, “সম্ভাবনা আমি বলতেই চাই না। কারণ আপনিও চান বাংলাদেশ শিরোপা জিতুক। খেলোয়াড়েরাও চায় বাংলাদেশ দল কাপ জিতুক। এটাই সবচেয়ে বড় লক্ষ্য।“

তবে অধিনায়কের দায়িত্বটা আলাদাভাবে বুঝিয়ে দেন শান্ত, “কিন্তু অধিনায়ক হিসেবে গুরুত্বপূর্ণ হলো প্রস্তুতিটা ঠিকমতো নিয়েছি কি না, ছোট ছোট কাজগুলো করছি কি না, প্রক্রিয়াটা ঠিক আছে কি না—এই জিনিসগুলো যদি আমরা ঠিকভাবে করতে পারি, প্রতিটি ম্যাচে আমাদের শক্তি অনুযায়ী খেলতে পারি, তাহলে ফল আসবেই। তাই ফল নিয়ে খুব একটা চিন্তা নেই। ছোট ছোট জিনিসগুলো যেন আমরা ঠিক করতে পারি, এটা নিয়ে বেশি মনোযোগী।“

Advertisement

তিন সংস্করণের অধিনায়ক হয়েছেন শান্ত। সময়টা খুব বেশি দিন হয়নি। উপভোগ করতে চান দায়িত্বটা। দায়িত্ব অনেক বেড়ে গেছে অধিনায়ক হওয়ার পর, তেমনটি মনে করতে চান না শান্ত।

বাংলাদেশ সময় আগামী ২ জুন টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হতে যাচ্ছে। বাংলাদেশ তাদের প্রথম ম্যাচ খেলবে আগামী ৮ জুন, শ্রীলঙ্কার বিপক্ষে।

 

এম/এইচ

Advertisement
পুরো পরতিবেদনটি পড়ুন

সর্বাধিক পঠিত