বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে চিকিৎসার দাবিতে নতুন কর্মসূতি দিয়েছে দলটি। এরমধ্যে রয়েছে-আগামী বুধবার (২৪ নভেম্বর) দেশের ৬৪ জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেবে বিএনপি।
আজ সোমবার (২২ নভেম্বর) সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত সমাবেশ থেকে এ কর্মসূচি ঘোষণা করেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
মির্জা ফখরুল বলেন, বেগম খালেদা জিয়ার মুক্তি এবং বিদেশে উন্নত চিকিৎসার দাবিতে আগামী ২৪ নভেম্বর সারাদেশে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান কর্মসূচি পালন করবে বিএনপি। আমরা আশা করি আমাদের এই দাবি মেনে নিয়ে খালেদা জিয়াকে মুক্তি এবং বিদেশে চিকিৎসার ব্যবস্থা করবে সরকার। তা না হলে আরও কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবো।
বিএনপির স্থায়ী কমিটির সদস্যা গয়েশ্বর চন্দ্র রায় বলেন,বেগম জিয়াকে মৃত্যুর মুখে ঠেলে দিতে চক্রান্ত করছে বর্তমান সরকার; এই চক্রান্ত রুখে দিতে জেগে উঠেছে বাংলাদেশ।
সমাবেশে আমান উল্লাহ আমান বলেন, খালেদা জিয়ার বিদেশে চিকিৎসার ব্যবস্থা করা না হলে ঢাকা থেকে পুরো দেশকে বিচ্ছিন্ন করে দেয়া হবে।